করোনা উৎসব !

0
23
করোনা উৎসব

প্রকাশিত :মঙ্গলবার,২৪ মার্চ ২০২০ ইং ।। ১০ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ।

বিক্রমপুর খবর :করোনা ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ। ঈদের ছুটির মতো গাদাগাদি করে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ। রেলস্টেশন, বাসস্ট্যান্ড ও লঞ্চঘাটে উপচে পড়া ভিড়।

মূলত জনসমাগম এড়াতেই টানা ১০ দিনের ছুটি ঘোষণা করা হলেও মানুষ উল্টো ছুটি কাটাতে দলে দলে বাড়ি ফিরছেন। বর্তমান অবস্থায় ফেরিতে সাধারণ মানুষ পারাপারের ক্ষেত্রে নিষধাজ্ঞা রয়েছে। কে কাহার কথা শুনে ?

কথাটা কি ছিলো? কথাটা ছিলো-“সরকার যে ছুটি ঘোষণা করেছে; সেটি উৎসবের ছুটি নয়। করোনা ঝুঁকি মোকাবেলার জন্য ছুটি ঘোষণা করেছে। যে যেখানে আছি আমরা সেখানে অবস্থান করব। আমরা স্থানান্তর হবো না।”

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন