করোনা আক্রান্ত ৩১জন,স্বামীবাগে ইসকন মন্দির লকডাউন

0
23
করোনা আক্রান্ত ৩১জন,স্বামীবাগে ইসকন মন্দির লকডাউন

প্রকাশিত : রবিবার, ২৬ এপ্রিল ২০২০ ইং ।। ১৩  বৈশাখ  ১৪২৭ বঙ্গাব্দ। ২ রমজান ১৪৪১

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : রাজধানীর গেন্ডারিয়া থানাধীন স্বামীবাগের ইসকন মন্দিরের পুরোহিতসহ ৩১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরে পুলিশ ওই মন্দির লকডাউন করে দিয়েছে।

আক্রান্তদের মন্দিরের ভেতরে রেখেই চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

শনিবার (২৫ এপ্রিল) মন্দিরটি লকডাউন করা হয়। গত শুক্রবার ওই মন্দিরের সবাইকে পরীক্ষার পর করোনা পজিটিভ রেজাল্ট আসে।

গেন্ডারিয়া থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক এনায়েত করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, এপ্রিল মাসের শুরুর দিকে স্বামীবাগের ইসকন মন্দিরে এক ব্যক্তির করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর ওই মন্দির থেকে একের পর এক করোনা ভাইরাসে আক্রান্ত হন। মন্দিরে থাকা পুরোহিত ও সেবায়েতসহ ৩১ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। ধারণা করা হচ্ছে, বাইরে থেকে আক্রান্ত কেউ একজন মন্দিরে প্রবেশ করায় তার সংস্পর্শে এসে সবাই আক্রান্ত হয়েছেন। তবে গত এক মাস ধরে মন্দিরটিতে প্রার্থনাকারীদের যাতায়াত বন্ধ ছিল।এছাড়া আরও প্রায় ৫০ জনের মতো লোককে কোয়ারেনটাইনে থাকতে বলা হয়েছে।পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত মন্দিরে কেউ প্রবেশ করতে পারবে না।’

পুলিশ কর্মকর্তা এনায়েত করিম বলেন, আমরা নিয়মিত মন্দিরে আক্রান্তদের খোঁজ-খবর রাখছি। কারও অবস্থা আশঙ্কাজনক হলে তাকে সঙ্গে সঙ্গে আইইডিসিআরের সঙ্গে সমন্বয় করে নির্দিষ্ট হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হবে।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন