প্রকাশিত : রবিবার, ১২জুলাই ২০২০ইং ।। ২৮শে আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ ।।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : করোনা আক্রান্ত হয়ে শনিবার সন্ধেয় মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন। তিনি নিজেই ট্যুইট করে এই খবর জানিয়েছেন। অমিতাভের পাশাপাশি তাঁর ছেলে অভিষেক বচ্চনও করোনা আক্রান্ত বলে জানা গিয়েছে।
করোনাভাইরাস আক্রান্ত অমিতাভ বচ্চন ও তাঁর ছেলে অভিষেক বচ্চন। তবে উদ্বেগের মধ্যে স্বস্তির ব্যাপার হল, তাঁরা দুজন ছাড়া পরিবারের বাকি সদস্যদের করোনা টেস্ট নেগেটিভ এসেছে।
করোনা টেস্ট পজিটিভ আসার পর শনিবার সন্ধেয় অমিতাভ ও অভিষেক মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হন।
পরিবারের বাকি সদস্য জয়া বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন ও আরাধ্যার টেস্ট নেগেটিভ এসেছে বলে জানা গেছে।
মৃদু উপসর্গ নিয়ে অমিতাভ ও অভিষেক হাসপাতালে ভর্তি হয়েছেন। করোনা আক্রান্ত হওয়ার খবর ট্যুইট করে জানান বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চন। এরপর তাঁর ছেলে অভিষেকও করোনা আক্রান্ত বলে জানা গিয়েছে।
পরীক্ষার রিপোর্ট আসার পর অমিতাভ ট্যুইটে লেখেন, ‘পরীক্ষায় আমার করোনা পজিটিভ এসেছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষকে জানাচ্ছে। পরিবার এবং কর্মীদেরও করোনা পরীক্ষা হচ্ছে। ফলের অপেক্ষায় রয়েছি। যাঁরা গত ১০ দিনে আমার কাছাকাছি এসেছেন তাঁদের পরীক্ষা করানোর জন্য অনুরোধ করছি।’’
অভিষেকও ট্যুইটে লিখেছেন, ‘আজ আমার ও বাবার-দুজনেরই কোভিড ১৯ টেস্ট পজিটিভ এসেছে। আমাদের দুজনেরই সামান্য উপসর্গ রয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছি। আমরা সংশ্লিষ্ট সকল পক্ষকেই জানিয়েছি। আমাদের পরিবার ও কর্মীদের সকলেরই টেস্ট করা হচ্ছে। সবাইকে শান্ত থাকার ও অযথা আতঙ্কিত না হওয়ার আর্জি জানাচ্ছি। ধন্যবাদ’।
অমিতাভের করোনা সংক্রমণের খবর চাউর হতেই উদ্বিগ্ন সিনেমা মহল ও অনুরাগীরা। তাঁরা প্রবীণ অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছেন। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতা ও শিল্পীরা অমিতাভ বচ্চনের দ্রুত সুস্থ হয়ে ওঠার প্রার্থনা করছেন।
নিউজটি শেয়ার করুন .. ..