প্রকাশিত : শনিবার, ১১ এপ্রিল ২০২০ ইং ।। ২৮ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর :নিজস্ব প্রতিনিধি মুন্সিগঞ্জ :মুন্সীগঞ্জ জেলায় ১০ জন করোনা রোগী সনাক্ত হয়েছে এর মধ্যে লৌহজং উপজেলা ছাড়া জেলার বাকী পাঁচটি উপজেলায়ই করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে গজারিয়ায় ৩, মুন্সীগঞ্জ সদরে ১, টঙ্গীবাড়িতে ৪, সিরাজদিখানে ১ জন ও শ্রীনগরে ১ রয়েছেন।
আক্রান্ত ১০ জনের মধ্যে ২ জন নারী ও ৮ জন পুরুষ রয়েছেন। আক্রান্তদের বেশিরভাগই মধ্যবয়সী। আক্রান্তদের মধ্যে একজন নারীর বয়স ৭০ বছর।
গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার হাসান সাদি জানান, করোনা আক্রান্ত গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দুই উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের (সেকমো) বাসা অর্থ্যাৎ হাসপাতালটির কোলনী এবং অপর আরেক রোগীর লক্ষীপুরা পুরো গ্রাম লকডাউন করা হয়েছে। গজারিয়ায় আক্রান্ত তিন জনকেই অ্যাম্বুলেন্সে করে শনিবার সকালে ঢাকায় নেয়া হয়েছে।
মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফারুক আহম্মেদ জানিয়েছেন, আক্রান্ত একজনের বাড়িসহ আশপাশের ২০ বাড়ি লকডাউন করা হয়েছে। আক্রান্ত ব্যক্তি এখনও বাড়িতে রয়েছেন।
টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ হাসিনা আক্তার জানান, উপজেলার চার রোগীর সংম্পর্শে আসা ৩৫টি বাড়ি লকডাউন করা হয়েছে। আক্রান্তদের মধ্যে এক আগে থেকেই কুয়েতমৈত্রী হাসপাতালে ভর্তি। বাকী তিনজন এখনও বাড়িতে রয়েছেন।
সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার আশফিকুন নাহার জানিয়েছেন, আক্রান্তের বাড়িসহ আবিরপাড়া গ্রামের আশপাশের ২৬ বাড়ি লকডাউন করা হয়েছে। আক্রান্ত ব্যক্তি বাড়িতেই আছেন।
শ্রীনগরে উপজেলা নির্বাহী অফিসার রহিমা আক্তার জানান, ফৈনপুর গ্রামটি সম্পূর্ণ লকডাউন করা হয়েছে। রোগীকে বাড়িতেই রাখা হয়েছে। আইইডিসিআর জানিয়েছেন পরে অ্যাম্বুলেন্সে করে ঢাকা নিয়ে যাবে।