প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০ ইং ।। ১১ই আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ ।।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : নভেল করোনাভাইরাসে সংক্রমিত হয়ে চট্টগ্রাম আই ইনফার্মারির সাবেক চিকিৎসক ডা. শহিদুল আনোয়ার মারা গেছেন (ইন্না…রাজেউন)। বুধবার রাতে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টর’স সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটি (এফডিএসআর) এ তথ্য জানিয়েছে।
সংগঠনটির এক শোক বিবৃতিতে বলা হয়েছে, প্রায় এক মাস আগে তিনি কভিড-১৯ আক্রান্ত হন। তাকে প্লাজমা থেরাপিও দেয়া হয়েছিল। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে মারা যান এই চক্ষু বিশেষজ্ঞ।
চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৫তম ব্যাচের এই শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে এফডিএসআর।
নিউজটি শেয়ার করুন .. ..