প্রকাশিত :রবিবার,২৯ মার্চ ২০২০ ইং ।। ১৫ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর :অনলাইন ডেস্ক : বৈশ্বিক মহামারী করোনায় টালমাটাল মার্কিন যুক্তরাষ্ট্র। শহরটিতে করোনা আক্রান্ত হয়ে দুদিনে আরও পাঁচ বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে ৯ দিনে নিউইয়র্কে মোট ১৪ জন বাংলাদেশি মারা গেছেন। তারা সবাই নিউইয়র্কের বাসিন্দা।
এদিকে যুক্তরাষ্ট্রে দেশটিতে একদিনে আক্রান্ত হয়েছেন ১৯ হাজারের বেশি, মারা গেছেন ৫১৫ জন।
কোভিড-নাইনটিনের প্রকোপ অস্বাভাবিক দ্রুত বাড়তে থাকায় নিউইয়র্ক, নিউজার্সি ও কানেকটিকাট অঙ্গরাজ্যে সবাইকে কোয়ারেন্টাইনে রাখার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এ অবস্থায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, নিউইয়র্কসহ আশপাশের আরও দুটি অঙ্গরাজ্যে স্বল্প সময়ের জন্য কোয়ারেন্টাইনের নির্দেশ জারির বিষয়টি বিবেচনা করছেন তিনি।
ট্রাম্প বলেন, নিউইয়র্ক ও নিউজার্সিতে সবাইকে কোয়ারেন্টাইনে রাখার কথা আমরা ভাবছি। কানেকটিকাটের কিছু অংশও এর মধ্যে পড়বে।