প্রকাশিত :মঙ্গলবার, ১৬ জুন ২০২০ ইং । ২রা আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ ।।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে মেডিসিন ও সার্জারির দুই দিকপাল চিকিৎসক- অধ্যাপককে করোনায় হারাল বাংলাদেশ। এরা হলেন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন পরিচালক ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক মজিবুর রহমান এবং সার্জারির দিকপাল, লেখক ও গবেষক অধ্যাপক রিয়াজুল করিম ।
মেডিসিন বিশেষজ্ঞ ডা. মুজিবুর রহমান করোনায় মারা গেলেন!
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মুজিবুল হক মারা গেছেন। তাকে সাতক্ষীরায় গ্রামের বাড়িতে দাফন করা হবে বলে জানা গেছে। তাকে দাফনের জন্য সাতক্ষীরায় নিয়ে যাওয়া হচ্ছে।
প্রায় তিন সপ্তাহ করোনার সাথে যুদ্ধ করে মঙ্গলবার (১৬ জুন) ভোর সাড়ে ৫টায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
করোনায় আরেক চিকিৎসক অধ্যাপক ডা. এম রেজাউল করিমের মৃত্যু!
পেশাগত জীবনে ডা. এম রেজাউল করিম চট্টগ্রাম মেডিকেল কলেজ ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রমের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ইউএসটিসি) সাবেক উপাচার্য ও স্বনামধন্য সার্জন অধ্যাপক ডা. এম রেজাউল করিম।
রেজাউল করিম সোমবার রাত সাড়ে আটটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।
মঙ্গলবার বিএমএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পেশাগত জীবনে ডা. এম রেজাউল করিম চট্টগ্রাম মেডিকেল কলেজ ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন। সরকারি চাকরি থেকে অবসরের পর তিনি ইউএসটিসির সার্জারি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেন, পরে মেডিসিন অনুষদের ডিন ও উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে অবসরে যান।
তার বয়স হয়েছিল ৮০ বছর।
এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে ৩৩ জন চিকিৎসক মারা গেলেন। আর উপসর্গ নিয়ে পাঁচজন চিকিৎসক মারা গেছেন বলে জানিয়েছেন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী।
নিউজটি শেয়ার করুন .. ..