প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০ ইং ।। ১১ই আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ ।।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন লালমনিরহাট জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) ফেরদৌস আহমেদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার রাত সাড়ে সাতটার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছেন। করোনায় এই প্রথম কোন পদস্থ বিচারক মারা গেলেন।তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।
জানা গেছে, বিচারক ফেরদৌস আহমেদ ১ জুন ঢাকা থেকে লালমনিরহাটে আসেন। ৪ জুন আদালতে বিচারকাজ পরিচালনা করে আবার ঢাকায় ফিরে যান। এরপর অসুস্থ হয়ে পড়লে ঢাকায় করোনাভাইরাস পরীক্ষা করান। পরে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপরই তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।
পরে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে আইসিইউতে নেওয়া হয়। তাকে ‘এবি পজিটিভ’ রক্তের প্লাজমাও দেওয়া হয়েছিল। সব চেষ্টা বিফল করে দিয়ে বুধবার (২৪ জুন) রাত আটটায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
অন্যদিকে করোনা আক্রান্ত হয়ে সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট মোহাম্মদ ইদ্রিসুর রহমান গত মঙ্গলবার দিবাগত রাতে মারা গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন ও সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। ইদ্রিসুর রহমান ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) গ্রেপ্তার ও রিমান্ড সংক্রান্ত ৫৪ ও ১৬৭ ধারার মামলা, দশ বিচারপতি নিয়োগসহ বিভিন্ন ঐতিহাসিক মামলায় তিনি আইনজীবী ছিলেন।
নিউজটি শেয়ার করুন .. ..