করোনার লড়াইয়ে ভারতের পাশে দাঁড়াতে চায় পাকিস্তান

0
9
করোনার লড়াইয়ে ভারতের পাশে দাঁড়াতে চায় পাকিস্তান

প্রকাশিত: শনিবার, ২৪ এপ্রিল ২০২১ইং।। ১১ই বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ(গ্রীস্মকাল)১১ রমজান ১৪৪২ হিজরী

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : করোনা ভাইরাসের তাণ্ডবে অনেকটা দিশেহারা হয়ে পড়েছে ভারত। এরই মধ্যে অক্সিজেনের অভাব সেই আতঙ্ককে আরও বাড়িয়ে তুলেছে। বিবাদ ভুলে এই ভয়াবহ পরিস্থিতিতে ভারতকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন পার্শ্ববর্তী দেশ পাকিস্তান। এরই পাশাপাশি প্রতিবেশী ভারতের রোগমুক্তির জন্য প্রার্থনা করছেও পাকিস্তান ।

পাকিস্তানের এক মানবতাবাদী সংগঠন ‘এধি ফাউন্ডেশন’ ইতিমধ্যেই ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথা জানিয়েছে। সংগঠনের সভাপতি ফইজল এধি শুক্রবারই একটি চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। সেই চিঠিতে তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে তাঁরা তাঁদের স্বেচ্ছাসেবী ও ৫০টি অ্যাম্বুল্যান্স নিয়ে ভারতে আসতে চান। গোটা দলকে নেতৃত্ব দেবেন ফইজল।

চিঠিতে তিনি লিখেছেন, ‘‘আপনাদের দেশে অতিমারীর যে ভয়ঙ্কর প্রভাব পড়েছে সে কথা জেনে আমরা খুবই দুঃখিত। বহু মানুষই কষ্ট পাচ্ছেন। এই পরিস্থিতিতে আমরা ৫০টি অ্যাম্বুল্যান্স-সহ আমাদের সংগঠনের তরফে আপনাদের সাহায্য করতে চাই।’

সেই সঙ্গে চিঠিতে তিনি স্পষ্ট করে দিয়েছেন, কেবল ভারতে প্রবেশ করার অনুমতিটুকু ছাড়া আর কোনও রকম সাহায্য তাঁদের সংগঠন চাইছে না। তিনি লিখেছেন, ‘‘আমাদের দলের জন্য প্রয়োজনীয় খাদ্য, জ্বালানি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সবের ব্যবস্থাই আমরা করব। আমাদের কেবল আপনার অনুমতি ও স্থানীয় পুলিশ প্রশাসনের সাহায্যটুকু প্রয়োজন।’’

কেবল এধি ফাউন্ডেশনই নয়, গোটা পাকিস্তানই কার্যত পাশে থাকা বার্তা দিয়েছে। সেদেশের টুইটারে ট্রেন্ডিং হয়ে গিয়েছে #India Needs Oxygen। এমনকি অনেকেই পাক প্রধানমন্ত্রী ইমরান খানকেও ইচ্ছা জা‌নিয়েছেন, ভারতকে প্রয়োজনীয় সাহায্য করার জন্য। টুইটার-সহ সোশ্যাল মিডিয়ায় অনেক সাধারণ পাক নাগরিককেই ভারতের জন্য প্রার্থনা করার কথা জানাতে দেখা গিয়েছে। সূত্র: সংবাদ প্রতিদিন।

নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর

আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন