প্রকাশিত : শনিবার, ২৩ মে ২০২০ ইং ।। ৯ই জ্যৈস্ঠ ১৪২৭ বঙ্গাব্দ।। ২৯ রমজান ১৪৪১
বিক্রমপুর খবর : অফিস ডেস্ক : করোনার মহামারীতে রাত দিন ছুটে যাওয়া অকুতভয় সৈনিক বীর করোনাযোদ্ধা মুন্সীগন্জ জেলার লৌহজং উপজেলার ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা লৌহজং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন এর আজ করোনায় সনাক্ত হয়েছে।
পরিবারের ৫ জন সদস্যের পরীক্ষা করা হলে তোফাজ্জল হোসেনেরই পজেটিভ শনাক্ত হয়।
করোনার মহামারীতে লৌহজং যেখানেই ডাক পড়েছে সেখানেই ছুটে গিয়েছেন এতটুকু কুণ্ঠাবোধ করেন নাই। দ্বায়িত্বশীলতার সাথে মানুষের প্রয়োজনে ছুটে গিয়েছেন সকাল সন্ধ্যা নাই যেখানেই করোনা রুগী সেখানেই ছুটে গিয়েছেন। একজন প্রকৃত জনপ্রতিনিধি হিসেবে সুনামের সাথে মানুষের পাশে থেকে লৌহজং এর হাসপাতাল প্রস্তুত করা,আইসোলেশনে থাকা মানুষের খোজ খবর নেওয়া,তাহাদের খাবার ,মৃত্যু মানুষের জানাজা থেকে শুরু করে ত্রান দেওয়া সর্বত্র মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখে চলেছেন তোফাজ্জল হোসেন তপন।প্রথম থেকেই মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান থেকে শুরু করে অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণে যে যেখানেই বিতরন করেছেন তাহার ডাক পড়লে পিছপা হয়নি কখনও স্বতঃস্ফূর্তভাবে করোনা প্রতিরোধে ও দরিদ্র মানুষের জন্য কাঁধে কাঁধ রেখে কাজ করে চলেছেন।লৌহজং উপজেলার দশটি ইউনিয়নে সকলের খোজ খবর নিয়েছেন।
দুর্ভাগ্য হলেও সত্য অনেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা ঢাকায় বসবাস করেন।জাতির এই দুর্দিনে তারা জনপ্রতিনিধি হইলেও পরিবার পরিজন নিয়ে ঢাকায় নিরাপদে আছেন হাতে গনা কয়েকজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এলাকায় মানুষের এই ক্লান্তিকালে পাশে আছেন।উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন দেশে থাকেন এবং সব সময় মাটি ও মানুষের সাথে থাকেন। সোশ্যাল মিডিয়ার কারনে দেখা গেছে তাহার সারা দিনের কর্মকাণ্ড। করোনার মহামারীতে এলাকায় কার কি ভুমিকা তা সোশ্যাল মিডিয়ায় সব চলে আসে।
আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেন তপন আর্ত মানুষদের সহায়তার জন্য কাজ করতে গিয়ে প্রমান করে দিলেন দেশের দুর্দিনে ও আর্তমানবতার কল্যাণে কাজ করা মানেই রাজনীতি। এটাই বঙ্গবন্ধুর আদর্শ এটাই মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার নির্দেশ।
আজ থেকে তিনি নিজ বাড়ীতে নিজ ঘরে আইসোলেশনে থাকবেন,তোফাজ্জল হোসেন তপন সকলের দোয়া কামনা করেছেন।
নিউজটি শেয়ার করুন..