প্রকাশিত : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০ইং ।। ২৪শে ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ (শরৎকাল)।। ১৯ই মুহররম,১৪৪২ হিজরী
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : করোনা ভাইরাস থেকে মুক্ত হলেন সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। হাসপাতাল থেকে তিনি বাসায় ফিরেছেন। গত ২০ আগস্ট জ্বর ও শারীরিক নানা জটিলতা নিয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছিলেন ফেরদৌস ওয়াহিদ।
তার সহযোগী মোশাররফ আজমী গণমাধ্যমকে বলেন, ‘করোনামুক্ত হলেও তিনি এখনো শতভাগ সুস্থ নন। গত ১ সেপ্টেম্বর উনাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়। তবে এখন আগের চেয়ে অনেকটা ভালোর দিকে।
ফেরদৌস ওয়াহিদ দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগসহ বার্ধক্যজনিত বেশ কিছু জটিল রোগে ভুগছিলেন। বাংলাদেশের পপ শিল্পী হিসেবে তিনি পরিচিত। দীর্ঘ পাঁচ দশক ধরে তিনি গানের জগতে অবদান রেখে চলেছেন।
রবীন্দ্রসংগীতের তালিম নেওয়ার মধ্য দিয়ে গানের যাত্রা শুরু করেন ফেরদৌস ওয়াহিদ। পরবর্তীতে লোকসংগীতের তালিম নেন আব্দুল আলিমের কাছে। ক্লাসিক্যাল গানের তালিম নেন ওস্তাদ ফজলুল হকের কাছে। দীর্ঘ সংগীত ক্যারিয়ারে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন এই সংগীতশিল্পী।
গান গাওয়ার পাশাপাশি নায়ক ও চলচ্চিত্র পরিচালক হিসেবেও কাজ করেছেন ফেরদৌস ওয়াহিদ। ‘আসামী হাজির’ চলচ্চিত্রে প্রথম প্লেব্যাক করেন ফেরদৌস ওয়াহিদ। এটি পরিচালনা করেন দেওয়ান নজরুল। ফেরদৌস ওয়াহিদের গাওয়া চলচ্চিত্রের উল্লেখযোগ্য গান হলো— ‘আমি এক পাহারাদার’, ‘শোন ওরে ছোট্ট খোকা’, ‘ওগো তুমি যে আমার কত প্রিয়’ প্রভৃতি।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
https://www.facebook.com/BikrampurKhobor/
আপনার আশেপাশে সাম্প্রতিক খবর পাঠিয়ে দিন email – bikrampurkhobor@gmail.com