করোনামুক্ত হওয়ার সংবাদ মিথ্যা, বললেন অমিতাভ

0
6
করোনামুক্ত হওয়ার সংবাদ মিথ্যা, বললেন অমিতাভ

প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০ইং ।। ৮ই শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ ।।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছে ভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যম।  তবে অমিতাভ এখনো করোনামুক্ত নন বলে তিনি নিজেই টুইট বার্তায় জানিয়েছেন।

অমিতাভ বচ্চন একটি সংবাদ শেয়ার করে টুইটারে লেখেন, ‘এই প্রতিবেদনটি ভুল, দায়িত্বজ্ঞানহীন, মিথ্যা এবং অমার্জনীয় ভুল। ’

গত ১১ জুলাই ৭৭ বছর বয়সী অমিতাভ টুইটারে জানান তিনি করোনা পজিটিভ। এরপর জানা যায় তার স্ত্রী জয়া বচ্চন ছাড়া পরবারের সবাই করোনা আক্রান্ত।

তখন মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেক বচ্চন। পরে অভিষেকের স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও মেয়ে আরাধ্যকেও হাসপাতালে ভর্তি করা হয়।

নিউজটি শেয়ার করুন .. ..      

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন