প্রকাশিত : শনিবার, ২০ জুন ২০২০ ইং ।। ৬ই আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ ।।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) ডা. ইকবাল কবীর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই সাংবাদিক নজরুল কবীর।
বার্তাসংস্থা ইউএনবি’কে ডা. ইকবাল বলেন, “তিনদিন আগে আমার জ্বর এলে এর পরদিনই আমি দেহের নমুনা পরীক্ষা করতে দেই। শুক্রবার রাতে পাওয়া রিপোর্টে করোনাভাইরাস পজিটিভ ধরা পড়ে।”
তিনি জানান, বর্তমানে তিনি অনেকখানিই সুস্থ বোধ করছেন এবং আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন তিনি।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন-বিএমএ এর হিসেবে দেশে এখন পর্যন্ত ৩,৩০১ জন স্বাস্থ্যকর্মী কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে চিকিৎসকের সংখ্যা ১ হাজার ৪০ জন।
এরইমধ্যে ৩৬জন চিকিৎসক নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আর এই রোগের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও পাঁচজন চিকিৎসক।
নিউজটি শেয়ার করুন .. ..