কমদামে নতুন স্মার্টফোন আনছে নোকিয়া

0
27

প্রকাশিত:মঙ্গলবার,২৯ জানুয়ারি ২০১৯।

বিক্রমপুর খবর::অনলাইন ডেস্ক:আগামী ২৪ ফেব্রুয়ারি নতুন স্মার্টফোন লঞ্চ করবে নোকিয়া। স্পেনের বার্সেলোনায় ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস ইভেন্টে নতুন বাজেট স্মার্টফোনটি  লঞ্চ করবে কোম্পানি। একই ইভেন্টে লঞ্চ হবে কোম্পানির ফ্ল্যাগশিপ নোকিয়া ৯ PureView।

একই সাথে বাজারে আসবে এন্ট্রি লেভেল নোকিয়া ১ প্লাস।  নতুন এই বাজেট ফোনে থাকবে  ১ জিবি র‌্যাম আর মিডিয়াটেক  চিপসেট। তবে লঞ্চের সময় নোকিয়া ১ প্লাস ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেম থাকবে।

সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে  নোকিয়া ১ প্লাস ফোনের একাধিক স্পেসিফিকেশন সামনে এসেছে। বাজার চলতি ফোনে খুব আজকাল খুব পাতলা বেজেল থাকলেও নতুন নোকিয়া  বাজেট স্মার্টফোনে থাকবে তুলনামূলক  চওড়া বেজেল।

নোকিয়া ১ প্লাস ফোনের ডিসপ্লের রেজোলিউশন ৪৮০*৯৬০ পিক্সেলস। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯।

Android 9.0 Pie অপারেটিং সিস্টেম থাকার জন্যই নোকিয়া ১ প্লাস ফোনে মাত্র ১ জিবি র‌্যাম  ব্যবহার করেছে কোম্পানি। কানেকটিভিটির জন্য এই ফোনে থাকছে ডুয়াল সিম, ওয়াইফাই,  আর মাইক্রো ইউএসবি পোর্ট। স্পেসিফিকেশান সামনে এলেও নোকিয়া ১ প্লাস ফোনের দাম জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে ফোনটির দাম কমই হবে।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন