প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মে ২০২১ইং।। ১১ই জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ (গ্রীস্মকাল)।
বিক্রমপুর খবর: অনলাইন ডেস্ক : বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী মারা গেছেন। সোমবার (২৪ মে) রাত ১১টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বাংলা একাডেমির কর্মকর্তা পিয়াস মজিদ তার মৃত্যুর খবর সারাবাংলাকে নিশ্চিত করেছেন।
পিয়াস মজিদ সারাবাংলাকে বলেন, বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে চিকিৎসাধীন হাবীবুল্লাহ সিরাজী সোমবার রাত ১১টায় মারা গেছেন। মঙ্গলবার হাবীবুল্লাহ সিরাজীর মরদেহ সর্বস্তরের শ্রদ্ধাজ্ঞাপনের জন্য বাংলা একাডেমিতে আনা হবে।
হাবীবুল্লাহ সিরাজী দেশের একজন অগ্রগণ্য কবি। ১৯৪৮ সালের ৩১ ডিসেম্বর ফরিদপুরে তার জন্ম। কবি হাবীবুল্লাহ সিরাজী ২০১৮ সালের ডিসেম্বর মাসে বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে যোগদান করেন। বাংলাদেশ প্রকৌশল ও কারিগরি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭০ সালে স্নাতক পাস করেন তিনি।
হাবীবুল্লাহ সিরাজী ২০১৬ সালে একুশে পদক লাভ করেন। এছাড়া ১৯৯১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ দেশি-বিদেশি অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com