কনকসার ইউনিয়ন আ’লীগের নতুন কমিটি ঘোষণা সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ

0
15
কনকসার ইউনিয়ন আ'লীগের নতুন কমিটি ঘোষণা সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ

প্রকাশিত:সোমবার,২৬ অক্টোবর ২০২০ইং ।। ১০ই কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ (হেমন্তকাল)।। ৮ই রবিউল আউয়াল,১৪৪২ হিজরী
বিক্রমপুর খবর : স্টাফ রিপোর্টার : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকসার ইউনিয়ন আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উপজেলার কনকসার ইউনিয়ন শাখা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নতুন কমিটি ঘোষণা হয়। এ সময় নতুন করে সভাপতি পদে আবুল কালাম আজাদ ভোটে এবং সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোস্তাক আহমেদ নূরনবী নির্বাচিত হয়েছেন।

গতকাল শনিবার বিকালে উপজেলার কনকসার ইউনিয়নের সিংহেরহাটি মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। কনকসার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মুনির হোসেন মোড়লের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ ওসমান গণি তালুকদার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদ শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান, শেখ মো. আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মোড়ল, কোষাধ্যক্ষ মো. তপন ঢালী, প্রচার সম্পাদক মো. নুরুল আমিন, সদস্য মো. আনোয়ার হোসেন চাঁন মিয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন সরকারি লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আবদুর রশিদ মোল্লা, রফিকুল ইসলাম ঢালী, যুগ্ম-সাধারণ সম্পাদক বিএম শোয়েব, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস আলম খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রানু আক্তার, মেদিনীমন্ডল ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন খান, কুমারভোগ ইউনিয়ন আ’লীগের সভাপতি লুৎফর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক সেলিম দেওয়ান, উপজেলা যুবলীগের সভাপতি আলমগীর কবির খান, সাধারণ সম্পাদক শাহজাহান খান সাজু, সহ-সভাপতি ফয়সাল শিকদার, তিন যুগ্ম-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খোকা মৃধা, মো. মর্তুজা খান ও বাদশা আলম খান, সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন, সাজিদ খান সঞ্জয়, ক্রীড়া সম্পাদক ফয়েজ আহমেদ তিতাস, প্রচার সম্পাদক রইস আহমেদ রঞ্জু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সোলায়মান খান রাজু, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জিল্লুর রহমান মিঠু, লৌহজং উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনয় হাসান বেপারী প্রমুখ।

আলোচনা সভা শেষে দ্বিতীয় পর্বে ওয়ার্ড কাউন্সিলরদের ১০৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. মুনীর হোসেন মোড়ল ৯৭ ভোট পেয়ে পরাজিত হন।

নিউজটি শেয়ার করুন .. ..

‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন