কক্সবাজারে বেড়াতে গিয়ে মানুষ বেশি আক্রান্ত হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

0
5

প্রকাশিত: সোমবার, ২২মার্চ ২০২১ইং।।  ৮ই চৈত্র  ১৪২৭ বঙ্গাব্দ (বসন্তকাল)।। ৮ শা’বান ১৪৪২হিজরী

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক :স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে করোনায় আক্রান্তের হার বেড়েছে। বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়ে মানুষ বেশি আক্রান্ত হচ্ছেন। তবে যারা কক্সবাজার ভ্রমণ করেছেন, তারা বেশি আক্রান্ত হয়েছেন।

রোববার (২১ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে একটি অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বিভিন্ন হাসপাতালে খোঁজখবর নিয়ে আমরা দেখেছি বেশিরভাগই সংক্রমণ হয়েছে যারা কক্সবাজারে বেড়াতে গিয়েছে। সমুদ্র সৈকতে কেউ তো মাস্ক পরেনি, স্বাস্থ্যবিধি মানেনি। তারা বাসেও স্বাস্থ্যবিধি মানেনি। যে কারণে সংক্রমণের হার বাড়ছে।

প্রসঙ্গত, রোববার দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৭২ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ২২ জন।

 

নিউজটি শেয়ার করুন .. ..    

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন