ওবায়দুল কাদেরকে দেখতে ঢাকায় দুপুরে পৌঁছেছেন ডা.দেবী শেঠি

0
33

প্রকাশিত: সোমবার, ৪ মার্চ ২০১৯। 

বিক্রমপুর খবর: অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পৌঁছেছেন ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি।

সোমবার (৪ মার্চ) দুপুর দেড়টায় বিএসএমএমইউতে পৌঁছান তিনি। এ সময় তাকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

এর আগে ১২টা ৪০ মিনিটে দেবী শেঠিকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) জ্যেষ্ঠ অধ্যাপক ডা.সৈয়দ মোদাচ্ছের ও ডা.হারিসুল হক।

জানা গেছে, দেবী শেঠির সঙ্গে একটি বোর্ড মিটিংয়ে বসবে সিঙ্গাপুর থেকে আসা প্রতিনিধি দলসহ বিএসএমএমইউ’র চিকিৎসকরা। পরে তারা কাদেরের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

উল্লেখ্য, হৃদরোগে আক্রান্ত হয়ে ওবায়দুল কাদের রবিবার (৪ মার্চ) থেকে বিএসএমএমইউ-তে চিকিৎসাধীন আছেন।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন