প্রকাশিত : রবিবার, ১৪ জানুয়ারি ২০২৪ ইংরেজি, ৩০ পৌষ ১৪৩০ বাংলা (শীতকাল), ১ রজব ১৪৪৫ হিজরি ।
বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : মুন্সীগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি বলেছেন, লৌহজং উপজেলার ঐক্যবদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের নির্বাচনকালীন সময়ে নিজ উদ্যোগে দিন-রাত অক্লান্ত পরিশ্রমের ফল নৌকা প্রতীকের এ বিজয়। এ বিজয় এই এলাকার ভোটার ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের। আমার এ বিজয় আপনাদের। আপনারা প্রত্যেকেই সংসদ সদস্য হয়েছেন। আপনারা আমার পাশে থেকে আমার হাতকে শক্তিশালী করবেন। আপনারা চাইলে ২৪ ঘন্টা আপনাদের সেবায় আমি নিজেকে নিয়োজিত রাখব।
তিনি আরো বলেন, একটি নেতা-কর্মীকে কোউ কোন প্রকার প্রলোভন দিয়ে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিতে পারেনি। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতীক নৌকায় সাধারণ মানুষ ভোট দেয়ার জন্য আমি চিরকৃতজ্ঞ তাদের প্রতি। সেইসাথে উপজেলার নেতা-কর্মীর প্রতিও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকলকে ধন্যবাদ জানাই। আমার এই বিজয় লৌহজংবাসীকে উৎসর্গ করলাম। সকলে আমার জন্য দোয়া করবেন।
গত শুক্রবার বিকালে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঘৌড়দৌর বাজার সংলগ্ন উপজেলা আওয়ামী লীগের অফিসে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সকলে মিলে পাঁচবারের সংসদ সদস্য এবং টানা চারবারের নৌকা প্রতীক নিয়ে মুন্সীগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলির সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন সাগুফতা ইয়াসমিন এমিলি।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা রফিকুল ইসলাম ঢালী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল রশিদ শিকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিএম শোয়েব ও মোঃ মেহেদী হাচান বেপারী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নিপু ফকির, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মোঃ আশরাফ হোসেন খান, মোঃ জাকির হোসেন বেপারী, মোঃ ফারুক ইকবাল মৃধা, গাঁওদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম আজিজুল ইসলাম হাওলাদার, বেজগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোজাম্মেল হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আহমেদ মোল্লা, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মাসুম আহমেদ পিন্টু, সাধারণ সম্পাদক মোঃ রাজিব বাশারসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এবং বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা প্রমুখ।
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
আপনার আশেপাশে সাম্প্রতিক খবর পাঠিয়ে দিন এছাড়া বিক্রমপুর খবর-এ প্রকাশিত লেখাসমূহে তথ্যমূলক ভুল-ভ্রান্তি থেকে যেতে পারে অথবা যেকোন লেখার সাথে আপনার ভিন্নমত থাকতে পারে। আপনার মতামত এবং সঠিক তথ্য দিয়ে আপনিও লিখুন অথবা লেখা পাঠান। লেখা পাঠাতে কিংবা যেকোন ধরনের প্রয়োজনে যোগাযোগ করুন – bikrampurkhobor@gmail.com এই ঠিকানায়।