এমিলির উঠোন বৈঠকে অ্যাটর্নি জেনারেল

0
36

স্টাফ রিপোর্টার,  মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি)আসনে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলির উঠোন বৈঠকে যোগ দিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বৃহস্পতিবার সন্ধ্যায় লৌহজংয়ের মৌছা গ্রামের প্রয়াত হাকিম খানের বাড়ির এই উঠোনে বৈঠক হয়।এ সময় সহ¯্রাধিক নারী পুরুষ এ উঠোন বৈঠকে সমবেত হয়।তারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দেবার অঙ্গিকার ব্যাক্ত করেন।

এতে মৌছা রাসের স্মৃতি সংসদের সভাপতি আব্দুর রাজ্জাক খান সভাপতিত্ব করেন।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ ওসমান গণি তালুকদার, ঢাবির প্রফেসর ড.আব্দুল আউওয়াল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মহাসচিব (অর্থ ও পরিকল্পনা) আবুল বাসার, থানা আওয়ামী লীগের সাধানারণ সম্পাদক আব্দুল রশিদ শিকদার, তোফাজ্জল হোসেন তপন,আব্দুল ওয়াদুদ খান, ডিএম কাদের, আবুল বাশার খান, হলদিয়া ইউপি চেয়ারম্যান মোজ্জামেল হক, কুমারভোগ ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান তালুকদার প্রমুখ।

এ সময় এমিলি বলেন, বিগত ১০ বছর আওয়ামী লীগ সরকার যে উন্নয়ন করেছে,তা অতীতের কোন সরকারের আমলে হয়নি। দেশের উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আবারো আওয়ামী লীগ সরকারকে ক্ষমাতায় থাকা প্রয়োজন রয়েছে। তাই আপনারা এবারও নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় এনে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার সুযোগ দিবেন।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এমিলিকে ভোট দেয়া মানে নৌকায় ভোট দেয়া। আর নৌকায় ভোট দেয়া মানে শেখ হাসিনাকে ভোট দেয়া। আপনাদের ভোট অনেক মূল্যমান। অপনাদের এই মূল্যমান ভোটটি শেখ হাসিনা তথা আওয়ামী লীগ সরকারকে আবারো ক্ষমতায় বসাতে পারে। আর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ আবারো উন্নয়নের পথে এগিয়ে যাবে। নতুবা উন্নয়নের ধারা থেমে যেতে পারে।আর তা হলে আবারো দেশ চলে যাবে অনেক ধাপ নিচে। তাই ৩০ তারিখ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সকলকে নৌকায় ভোট দেবার আহবান জানান।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন