এক ফ্রেমে দোয়া আর প্রার্থনা! এটাই ভারত, লতা মঙ্গেশকরের শেষকৃত্যে অনুষ্ঠানে

0
1
এক ফ্রেমে দোয়া আর প্রার্থনা! এটাই ভারত, লতা মঙ্গেশকরের শেষকৃত্যে অনুষ্ঠানে

প্রকাশিত: সোমবার,৭ ফেব্রুয়ারি ২০২২ইং।। ২৪ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ (শীতকাল)।। ৪ রজব,১৪৪৩ হিজরি।।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকারের মহাকাব্যিক জীবনের বিষয়ে বলতে গেলে একটি কথাই বলতে হবে, এবং সেটা হলো — ‘কাঁহা শুরু কাঁহা খতম’। প্রত্যেক ভারতীয়র অন্তর জয় করা কোকিলকন্ঠী সব রাজনীতির ঊর্ধ্বে। বিদায়ের দিন সেই কথা যেন আবার একবার প্রমাণ হলো। সব দ্বেষ-বিদ্বেষ ভুলে সবাই ভারতরত্ন লতাজির বিয়োগে শোকস্তব্ধ হয়ে পড়েছে।

গোটা দিন শুধু তাঁর সুরের মায়াজালে বন্দী হয়ে অজস্র অনুরাগী জানিয়েছেন অকৃত্রিম শ্রদ্ধাঞ্জলি। রবিবার, ৬ ফেব্রুয়ারি শিবাজি পার্কে লতাজিকে শ্রদ্ধাঞ্জলি জানাতে আসেন বলিউড অভিনেতা শাহরুখ খান। তাঁর সাথে ছিলেন তাঁর ম্যানেজার পূজা দাদলানি।লতাজিকে তাঁদের শেষ শ্রদ্ধাঞ্জলি জানানোর ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে।

শাহরুখ খান দুহাত তুলে ‘দোয়া’ করার ভঙ্গিতে আল্লার কাছে প্রার্থনায় মগ্ন, অন্যদিকে তাঁর ম্যানেজার পূজা হাতজোড় করে শ্রদ্ধা জানাচ্ছেন। প্রার্থনার ভঙ্গি ভিন্ন হলেও মূল উদ্দেশ্য এক। ছবিটি অনেক বড় কথা বলে গেল। ভারতের প্রতিচ্ছবি ধর্মনিরপেক্ষতার প্রতিচ্ছবি এটি।
ভারতের কিংবদন্তি কন্ঠশিল্পী লতার কন্ঠ কীভাবে দেশের সমন্বয় এবং একতাকে এক সূত্রে বেঁধে রাখতে পারে সেটাই প্রমাণ হলো আবার এই দৃশ্যে। থাকুক না ধর্মের জায়গায় ধর্ম, মনুষ্যত্বই আসল, মানুষের প্রতি মানুষের বিবেকবোধ কাজ করাটাই আসল। সোশ্যাল মিডিয়ায় ভারতীয়তার প্রতিফলন ঘটা এই ছবি নিয়ে প্রচুর নেটিজেনরা সাধুবাদ জানিয়েছেন। মন উদার করার মতো একটি দৃশ্য বটেই।

রবিবার ‘জীবন্ত সরস্বতী’ পারি দিলেন না-ফেরার দেশে। লতা মঙ্গেশকরের মৃত্যুর যন্ত্রণায় কাতর হয়ে পড়েছে দেশ বিদেশের মানুষ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লতা দিদির পরম ভক্ত ছিলেন। লতাজিও মোদিকে স্নেহ করতেন ঠিক দাদার মতোই।

প্রয়াত শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ দেশের নানান প্রান্তের হাই-প্রোফাইল ব্যক্তিত্বরা। আমির খান, শাহরুখ, বিদ্যা, রণবীর কাপুররা পৌঁছে গিয়েছিলেন সরস্বতীকে শ্রদ্ধার্ঘ্য জানাতে।এদিন শুধু ফুল দিয়ে লতা মঙ্গেশকরকে শ্রদ্ধার্ঘ্য জানানোর পর তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেন শাহরুখ খান। তারপর দু হাত উপরে তুলে আল্লাহ-র কাছে লতাজির আত্মার শান্তি কামনা করেন। একই ফ্রেমে দুজনের প্রার্থনা।নেটিজেনরা ধন্য ধন্য করছেন এই ছবির। সবার মুখেই এক বুলি, ‘এটাই আমার দেশ, আমার ভারত’।

(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1

নিউজটি শেয়ার করুন .. ..              

   ‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন