প্রকাশিত : শনিবার,১৫ জুন ২০২৪ ইংরেজি,১ আষাঢ় , ১৪৩১ বাংলা (বর্ষা কাল),৮ জিলহজ ১৪৪৫ হিজরি
বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : এবারের ঈদুল আজহার সরকারি ছুটির প্রথম দিন শুক্রবার পদ্মা সেতু পারাপার হয়েছে ৪৪ হাজার ৩৩টি যানবাহন।
এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ৪ কোটি ৮২ লাখ টাকা।
পদ্মা সেতুর ব্যবস্থাপক (টোল) মো. আহমেদ আলী শনিবার সকালে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘১৪ জুন ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে পারাপার হয়েছে ৪৪ হাজার ৩৩টি যানবাহন, যা থেকে সর্বমোট আয় হয়েছে চার কোটি ৮২ লাখ ১৭ হাজার ৪০০ টাকা।
‘মাওয়া প্রান্ত থেকে সেতু পার হয় ২৮ হাজার ৮৯৬টি যানবাহন, যা থেকে নগদ টোল আদায় হয়েছে দুই কোটি ৭২ লাখ ৬৪ হাজার ৫৫০ টাকা। এ ছাড়া বাকিতে সরকারি প্রতিষ্ঠানের যান পারাপারে টোল রয়েছে ১ লাখ ২০ হাজার ৩৫০ টাকা। আর চলন্ত অবস্থায় ইটিসিএস পদ্ধতিতে টোল জমা হয়েছে ১ হাজার ২০০ টাকা।’
এ কর্মকর্তা বলেন, ‘জাজিরা প্রান্ত থেকে সেতু পার হয়েছে ১৫ হাজার ১৩৭টি যানবাহন। সরকারি প্রতিষ্ঠানের কাছে ৫৩ হাজার ৭৫০ টাকা বাকিসহ মোট আয় দুই কোটি ৮ লাখ ১৯ হাজার ৩০০ টাকা।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২২ সালের ২৫ জুন বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু উদ্বোধন করেন। পরের দিন থেকে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।
চালু হওয়ার পর প্রথম দিন ৫১ হাজার ৩১৬টি যানবাহন পদ্মা সেতু ব্যবহার করেছিল।
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
আপনার আশেপাশে সাম্প্রতিক খবর পাঠিয়ে দিন email bikrampurkhobor@gmail.com