ইয়েমেনের দুই হাজার শহিদ পরিবারকে হজ করাচ্ছেন বাদশাহ সালমান

0
1
ইয়েমেনের দুই হাজার শহিদ পরিবারকে হজ করাচ্ছেন বাদশাহ সালমান

প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জুন ২০২৩।।  ১৩ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ৮ জিলহজ, ১৪৪৪ হিজরি।।  বিক্রমপুর খবর : অফিস ডেস্ক : খাদেমুল হারামাইন শরিফাইন সৌদি বাদশাহ সালমান সৌদি রাজকীয় আমন্ত্রণে ইয়েমেনে ‘আসিফাহ আল-হাজম’ অপারেশনে যারা শহিদ হয়েছেন তাদের দুই হাজার স্বজনকে হজ পালনের নির্দেশনা জারি করেছেন।

সিদ্ধান্ত হয়েছে অভিযানে শহিদ হওয়া সৌদি নাগরিকদের এক হাজার স্বজন হজ করানো হবে আর একইভাবে ইয়েমেনে শহিদদের স্বজনদের মধ্যে থেকে এক হাজার জনকে হজের জন্য বাছাই করা হয়েছে।

তাদেরকে খাদেমুল হারামাইন শরিফাইন দ্বারা পরিচালিত রাজকীয় আমন্ত্রণে হজ করতে সৌদি আরবে আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রণ ও ইরশাদ বিষয়ক মন্ত্রী ডক্টর আব্দুল লতিফ আল-শেখ খাদেমুল হারামাইন শরীফাইন বাদশাহ সালমান ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এ বছর ৪ হাজার ৯৫১ জন ইসলামী ব্যক্তিত্বকে সারা বিশ্ব থেকে অতিথী হিসেবে হজ করানো হচ্ছে। প্রভাবশালী নেতৃবৃন্দ ও ফিলিস্তিনের শহিদদের পরিবার ও স্বজন। ইয়েমেন ও সিরিয়ার ভাইদের আমন্ত্রণ জানানো হয়েছে। চলতি বছর পর্যন্ত এ কর্মসূচির আওতায় সৌদি আরবের সরকারী ব্যায়ে ৬২ হাজার ৩৩৮ জন হজ করেছেন। সূত্র: আল আরাবিয়া ডট নেট

(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1

নিউজটি শেয়ার করুন .. ..

‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

নিউজ ট্যাগ:

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন