আড়িয়লবিলে বৃষ্টিতে ভিজে ধান কটলো কেন্দ্রীয় ছাত্রলীগ

0
16
আড়িয়লবিলে বৃষ্টিতে ভিজে ধান কটলো কেন্দ্রীয় ছাত্রলীগ

প্রকাশিত : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০ ইং ।। ১১  বৈশাখ  ১৪২৭ বঙ্গাব্দ।  ২৯ শাবান ১৪৪১

বিক্রমপুর খবর  : শ্রীনগর প্রতিনিধি : বৃষ্টিতে ভিজে আড়িয়লবিলে ধান কেটে দিলো কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য। বৃহস্পতিবার বিকালে শ্রীনগর এলাকার আড়িয়লবিলের কৃষক মো. শহিদুল তালুকদারের ৫৬ শতাংশ জমির পাকা ধান কেটে দেয় তারা। বিকালে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে ওই কৃষকের ধান কাটে তারা।

এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, বাংলাদেশ ছাত্রলীগ করোনা মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। কৃষকরা শ্রমিক সংকটে পরছে। আমরা চিন্তা করলাম যে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রত্যান্ত অঞ্চলে প্রত্যেকটি জায়গায় ছাত্রলীগ রয়েছে। প্রায় ৫০ লাখ ছাত্রলীগ নেতাকর্মী রয়েছে। তারা যদি নিজ নিজ এলাকায় কৃষকদের পাশে দাড়ায়, ধানগুলো কেটে কৃষকের বাসায় পৌছে দেয়। তাহলে এটা আমাদের অনেক সৌভাগ্যের ও গর্বের। এরই ধারাবাহিকতায় আমরা আড়িয়লবিলে ধান কাটার প্রোগ্রাম করেছি। বৃষ্টি হলে ধান নষ্ট হয়ে যায়। যদি ধান নষ্ট হয়, তাহলে করোনা মোকাবেলায় খাদ্য সংকটে পরবো।

এ সময় সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য বলেন, সারা দেশ ব্যাপী করোনা মোকাবেলায় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ছাত্রলীগ অসহায়দের মাঝে খাদ্য পৌছে দিচ্ছে। আপনারা জানেন যে, বাংলাদেশ ছাত্রলীগ যেকোন দুর্যোগ মোকাবেলায় কাজ করে করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আমার সভাপতিসহ মুন্সিগঞ্জ জেলা ও স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মী আড়িয়লবিলে ধান কাটার কর্মসূচি হাতে নিয়েছি। অসহায় কৃষকদের পাশে সর্বদা ছাত্রলীগ থাকবে।

এ সময় আরো উস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা, সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ পাভেল, শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি তর্নক মিজু, সাধারণ সম্পাদক আবির রায়হান সৈকত, শ্রীনগর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম রাব্বি, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লিমন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ওহিদুজ্জামান রাজু, স্থানীয় কৃষক শহিদুল ইসলাম তালুকদারসহ ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন