প্রকাশিত: রবিবার,১নভেম্বর ২০২০ইং ।। ১৬ই কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ (হেমন্তকাল)।। ১৪ই রবিউল আউয়াল,১৪৪২ হিজরী।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : আলু উৎপাদনের শীর্ষ জেলা মুন্সীগঞ্জে পর্যাপ্ত আলু মজুদের পরও আলুর বাজার নিয়ন্ত্রণে আসছে না। সরকারের দর বেধেঁ দেয়ার ১০ দিনপরও হিমাগার গেইট, পাইকারি ও খুচরা বাজার কোথাও সরকার নির্ধারিত মূল্যের বাস্তবায়ন নেই। খুচরা বাজারে ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে আলু বিক্রি করছে।
কৃষি বিভাগ বলছে, জেলায় ১৩ লাখ টনেরও বেশী আলু উৎপাদন হয়েছে। হিমাগারে প্রায় দেড় লাখ টন আলু এখনো মওজুদ রয়েছে। এর মধ্যে খাবার আলু মজুদুরে পরিমান এক লাখ টনের বেশি।
রবিবার মুন্সীগঞ্জ থেকে চট্টগ্রাম, ঢাকা ও সিলেটের মোকামে আলু যাচ্ছে। আলুর স্বাভাবিক সরবরাহ ও সরকারি দাম নিশ্চিতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত মাঠে নেমেছে।
রিকাবীবাজারের দুইজন খুচরা বিক্রেতাকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ আশিক কবির বলেন, বাজার নিয়ন্ত্রণে চেষ্টা চলছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আসবে।
খুচরা বাজারের বিক্রেতা মুক্তার হোসেন জনান, তিনি মোহাম্মদ হোসেনের কাছ থেকে ৩৭ টাকা করে কিনেছেন।
রফিকুল ইসলাম হৃদয় পাইকারি বিক্রেতা। তিনি সান ফ্লাওয়ার হিমাগার থেকে সাড়ে ৩৫ টাকা দরে আলু কিনেছেন।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’