আমেরিকায় ২৪ ঘন্টায় ১০১৫ জনের মৃত্যু,১মাসে সর্বনিম্ন মৃত্যুহারের রেকর্ড

0
16
আমেরিকায় ২৪ ঘন্টায় ১০১৫ জনের মৃত্যু,১মাসে সর্বনিম্ন মৃত্যুহারের রেকর্ড

প্রকাশিত : মঙ্গলবার,৫ মে ২০২০ ইং ।। ২২ বৈশাখ  ১৪২৭ বঙ্গাব্দ।। ১১ রমজান ১৪৪১

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : তবে কি ধীরে ধীরে স্বাভাবিকের দিকে এগোচ্ছে আমেরিকার পরিস্থিতি? জোর দিয়ে না বলা গেলেও আশা তেমনটাই। শেষ একমাসের মধ্যে আমেরিকায় মৃত্যুর রেকর্ড সর্বনিম্ন দাঁড়াল সোমবার। জিন হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান জানাচ্ছে, আমেরিকায় গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১০১৫ জনের।

সোমবারের মৃত্যুর জেরে আমেরিকাতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৮ হাজার ৬২৯ জনের। পরিসংখ্যান বলছে শেষ ১ মাসে এটাই মার্কিন মুলুকে সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড।

পরিসংখ্যান বলছে, আমেরিকায় এখন পর্যন্ত ১০ লক্ষ ২১ হাজার আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৬০ হাজারের বেশি মানুষ। মৃত্যু সংখ্যা ছাড়িয়েছে ৬৮ হাজার ।

দেশের মধ্যে নিউ ইয়র্কের অবস্থা সবচেয়ে ভয়াবহ। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ১৩ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ১৮ হাজার ৯০৯ জনের। যে কোনও মুহূর্তে সংখ্যাটা ১৯ হাজার হয়ে যেতে পারে। এরপরেই রয়েছে নিউজার্সি। সেখানে আক্রান্ত ১লক্ষ ২৪ হাজার মানুষ। সেখানে মৃতের সংখ্যা ৭ হাজারের অধিক। সোমবারের তথ্য অনুযায়ী এই শহর ভিত্তিক রিপোর্ট সামনে এসেছে।

অন্যদিকে মৃত্যু মিছিলের মাঝেও শুক্রবার আমেরিকায় ১২ টিরও বেশি রাজ্যে খুলেছে রেস্তোরাঁ, দোকান ও অন্য ব্যবসা। নিজস্ব বাধানিষেধ মেনে অর্থনীতি উদ্ধার করতে চলেছে ব্যবসা। তবে রেস্তরাঁতে ছিল না কোনও ওয়েটার পরিষেবা। টেবিলের কমপক্ষে ১০ ফুট দূরে বসে খেতে পেরেছেন মানুষ।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন