আমি ৫নং ওয়ার্ড এর জনগণের প্রতি কৃতজ্ঞ: জয়ের পর নাহিদ বেপারী

0
80
কনকসার ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে নাহিদ ব্যাপারীর পক্ষে গণজোয়ার

প্রকাশিত: সোমবার, ২৬ ডিসেম্বর ২০২১ইং।। ১২ই পৌষ  ১৪২৮ বঙ্গাব্দ (শীতকাল)।। ২১ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী।।

বিক্রমপুর খবর : অফিস ডেস্ক:লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মোঃ নাহিদ বেপারী ৫০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বর্তমান সদস্য পেয়েছেন ৭১ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সদস্য পেয়েছেন ২৭৪ ভোট।

বেসরকারি ফলাফল এর কাগজ (রেজাল্ট সিট) নাহিদ বেপারীর চাচা বিক্রমপুর খবর এর সম্পাদক ও প্রকাশক সাংবাদিক নাছির উদ্দিন আহমেদ (জুয়েল বেপারী) নিয়ে আসলে হাতে দেওয়ার পরপরই মোঃ নাহিদ বেপারী বলেন, “আমার প্রতি কনকসার ইউনিয়নের ৫নং ওয়ার্ড এর জনগণ যে আস্থা রেখেছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ।”

সোমবার (২৬ ডিসেম্বর) জয়ের পর এমন মন্তব্য জানিয়েছেন মোঃ নাহিদ বেপারী। তিনি বলেছেন, আমি জনগণের এ রায়ে গর্বিত। ৫নং ওয়ার্ড এর ভোটারগণ নানা বাধার মুখে রেকোর্ড সংখ্যক ভোট দিয়েছেন আমাকে। সদস্য পদপ্রার্থী ছিল মোট ৬জন তাদের মধ্যে আমাকে সর্বোচ্চ ভোট দিয়েছেন এটি প্রমাণ করে, সর্বস্তরের মানুষের ভালবাসার আমার প্রতি, আমার পরিবারের প্রতি, আমাদের এলাকার মুরুব্বিদের প্রতি, আমাদের কর্মীদের আছে। ‘

‘আপনারা আমাকে আপনাদের প্রানের এই ৫নং ওয়ার্ড এর নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিয়েছেন। আমি আপনাদের সার্বিক সহযোগিতা চাই, আমি কথা দিচ্ছি, আপনারা কে ভোট দিয়েছেন বা দেন নি তা বিবেচনায় আনবো না। আপনারা সকলে আমাকে ভোট দিয়েছেন, দোয়া করছেন তাইতো আমি সর্বোচ্চ ভোট পেয়ছি এটা বিশ্বাস করি।’
নেতা, কর্মী, সম্মানিত ভোটারদের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 (বিজ্ঞাপন)  https://www.facebook.com/3square1

নিউজটি শেয়ার করুন .. ..              

   ‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com                                

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন। 

   মিজানুর রহমান ঝিলু,লৌহজং থেকে

জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন