প্রকাশিত: বুধবার, ৭ জুলাই ২০২১ইং।। ২৩শে আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ (বর্ষাকাল)।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : বাংলা ভাষা ও সংস্কৃতিপ্রেমী আফ্রিকান দিয়াতা। ২০২০ সালের ১০ মে তার গাওয়া একটি রবীন্দ্রসংগীত আপলোড হয়েছিল সুমন সেন নামের ইউটিউব চ্যানেল থেকে। সে ভিডিওটি দেখেছেন দেড় হাজারের বেশি মানুষ।
রবীন্দ্রনাথের গান ‘মায়াবন বিহারিনী’র সেই ভিডিওটি গত শুক্রবার ফেসবুকে নতুন করে পোস্ট করেন ভারতের তথ্যপ্রযুক্তি অধিদপ্তরের সাবেক জ্যেষ্ঠ পরিচালক আশীষ সান্যাল। সে পোস্টের মধ্য দিয়ে আবার আলোচনায় আসেন দিয়াতা। তার গানের প্রশংসায় পঞ্চমুখ ফেসবুক ব্যবহারকারীরা।
ভিডিওটির শুরুতে দিয়াতা নিজেকে পরিচয় করিয়ে দিয়ে রবীন্দ্রনাথের প্রশংসা করেন।
তিনি বলেন, ‘…আমার নাম দিয়াতা এবং আমি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্মানে একটি গান গাইতে চাই। আমার শিক্ষক মোনালি জিকে ধন্যবাদ জানাতে চাই, যিনি গানটি আমাকে শিখিয়েছেন।
‘এ গানটি ভালোবাসা এবং কেন আমরা দৈনন্দিন কাজকর্ম করি, সে সংক্রান্ত। গানটি রাম ও সীতা এবং তাদের ভালোবাসা ও সংগ্রামের।’
মায়াবন বিহারিনী গানটি দুই বাংলায় তুমুল জনপ্রিয়। ১৯৫৮ সালে মুক্তি পাওয়া বাংলা চলচ্চিত্র ‘লুকোচুরি’তে ছিল গানটি। এতে দ্বৈত কণ্ঠ ছিল কিশোর কুমার ও রুমা গুহ ঠাকুরতার।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত দিয়াতার গাওয়া গানের পোস্টে লাইক পড়েছে ২০৯টি। এটি শেয়ার হয়েছে ৯৫ বার। পোস্টে কমেন্ট পড়েছে ৩২টি।
কমেন্টে অনেকে প্রশংসায় ভাসিয়েছেন দিয়াতাকে। মন্তব্যকারীদের একজন গোপা সিনহা লেখেন, ‘দারুণ গেয়েছেন।’
দেবনাথ মুখোপাধ্যায় নামের একজন লেখেন, ‘ধন্যবাদ আশীষ। বিরল অভিজ্ঞতা।’
আরেক মন্তব্যকারী শর্মিলা দাস লেখেন, ‘কী ভালো লাগল, দারুণ।’
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
আপনার আশেপাশে সাম্প্রতিক খবর পাঠিয়ে দিন email bikrampurkhobor@gmail.com