আফগানিস্তানে ইফতারের সময় ট্রাকবোমা হামলায় নিহত ৩০

0
4
আফগানিস্তানে ইফতারের সময় ট্রাকবোমা হামলায় নিহত ৩০

প্রকাশিত: শনিবার, ১মে  ২০২১ইং।। ১৮ই বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ(গ্রীস্মকাল)। ১৮ রমজান ১৪৪২ হিজরী

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক :আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় লগার প্রদেশের একটি গেস্ট হাউজের কাছে শক্তিশালী আত্মঘাতী ট্রাকবোমা বিস্ফোরণে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৯১ জন।

প্রাদেশিক রাজধানী পুল-ই-আলমে স্থানীয় সময় শুক্রবার ৭টার দিকে ইফতারের সময় হামলাটি হয়।

বিবিসি ও আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সেনা প্রত্যাহার শুরুর ঠিক এক দিন আগেই বিস্ফোরণের ঘটনাটি ঘটল।

আত্মঘাতী বোমা হামলার দায় এখন পর্যন্ত কেউ নেয়নি। গেস্ট হাউজকে লক্ষ্য করে হামলার উদ্দেশ্য সম্পর্কেও কিছু জানা যায়নি। নিহত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আফগানিস্তানের গেস্ট হাউজগুলোতে প্রায় সময় সরকারের অর্থায়নে সাধারণত দরিদ্র, পর্যটক ও শিক্ষার্থীদের বিনা মূল্যে থাকার ব্যবস্থা করা হয়।

লগার প্রাদেশিক পরিষদের প্রধান হাসিবুল্লাহ স্তানিকজাই বলেন, হতাহতের মধ্যে শিক্ষার্থীও রয়েছে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশ নিতে তারা প্রাদেশিক রাজধানীতে আসে। এ ছাড়া সেনাবাহিনীর সদস্যরাও গেস্ট হাউজটিতে অবস্থান করছিলেন।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেন, আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

তিনি বলেন, বোমা বিস্ফোরণে হাসপাতাল, বাড়িঘরসহ আরও অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়িঘরের ছাদ ধসে পড়েছে। ধ্বংসস্তূপের মধ্যে অনেকে আটকা পড়েছে। নিরাপত্তা বাহিনী তাদের উদ্ধারে কাজ করছে।

চলতি বছরের ১১ সেপ্টেম্বরের মধ্যে সব সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণার পর আফগানিস্তানে সহিংসতা বেড়েছে।

যুক্তরাষ্ট্রের পাশাপাশি ন্যাটোভুক্ত অন্য দেশগুলোও আফগানিস্তান থেকে তাদের সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। এর মাধ্যমে ২০ বছর পর আফগানিস্তান বিদেশি সেনা মুক্ত হতে যাচ্ছে।

বাইডেনের সেনা প্রত্যাহারের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয় আফগানিস্তানের জঙ্গি সংগঠন তালেবান।

এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে চুক্তি হয় সংগঠনটির, যাতে চলতি বছরের ১ মের মধ্যে সেনা প্রত্যাহারের কথা ছিল।

নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর

আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন