প্রকাশিত:শুক্রবার,৮ ফেব্রুয়ারি ২০১৯।
বিক্রমপুর খবর: নিজস্ব প্রতিনিধি:আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে ৪০ বছর অতিক্রম করল বিশ্বসাহিত্য কেন্দ্র। বিগত চার দশকের পথচলায় যাঁরা নানাভাবে কেন্দ্রের সঙ্গে ছিলেন, আজ ৮ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে তাঁদের উপস্থিতিতে দিনভর এক আনন্দঘন আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে।
আজ (৮ ফেব্রুয়ারি)সকালে শাহবাগ থেকে আনন্দ পথযাত্রা/মিছিল শুরুর মধ্যদিয়ে দিনের কর্মসূচী শুরু করে কেন্দ্রের বিভিন্ন কর্মসূচির শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের প্রাণখোলা আড্ডা,আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কাটবে সারা দিন।
‘আলোকিত মানুষ চাই’ স্লোগান নিয়ে ১৯৭৮ সালের ১৭ ডিসেম্বর যাত্রা শুরু করেছিল বিশ্বসাহিত্য কেন্দ্র। প্রতিষ্ঠানটির প্রাণপুরুষ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের নেতৃত্বে আজ কেন্দ্র পরিণত হয়েছে দেশের একটি ব্যতিক্রমধর্মী বৃহৎ প্রতিষ্ঠানে।