প্রকাশিত : বুধবার, ১৭ জানুয়ারি ২০২৪ ইংরেজি, ৩ মাঘ ১৪৩০ বাংলা (শীতকাল), ৪ রজব ১৪৪৫ হিজরি ।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : সারা দেশেই শীতের তীব্রতা। সঙ্গে আছে ঘন কুয়াশা। এবার এর সঙ্গে যুক্ত হতে যাচ্ছে বৃষ্টিও।
রাজশাহীসহ তিন বিভাগের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে বুধবার, আর বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে ঢাকাসহ পাঁচ বিভাগের দু-এক জায়গায়।
বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তর বিজ্ঞপ্তি দিয়ে এমন পূর্বাভাস দিয়েছে।
অধিদপ্তর বলছে, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা থাকার পাশাপাশি দেশের অন্য এলাকাগুলোর আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এই সময়ের মধ্যে সারা দেশের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। কুয়াশার কারণে দেশের কোথাও কোথাও দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।
২৪ ঘণ্টায় কেমন কুয়াশা পড়তে পারে তা জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত থেকে সকাল পর্যন্ত সরা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগযোগ বিঘ্নিত হতে পারে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়া কেমন থাকবে তা জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলেছে, এই সময়ে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ছাড়া কুয়াশা ও শীতের তীব্রতা এই সময়ে আগের ২৪ ঘণ্টার মতোই থাকতে পারে। তবে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
আপনার আশেপাশে সাম্প্রতিক খবর পাঠিয়ে দিন এছাড়া বিক্রমপুর খবর-এ প্রকাশিত লেখাসমূহে তথ্যমূলক ভুল-ভ্রান্তি থেকে যেতে পারে অথবা যেকোন লেখার সাথে আপনার ভিন্নমত থাকতে পারে। আপনার মতামত এবং সঠিক তথ্য দিয়ে আপনিও লিখুন অথবা লেখা পাঠান। লেখা পাঠাতে কিংবা যেকোন ধরনের প্রয়োজনে যোগাযোগ করুন – bikrampurkhobor@gmail.com এই ঠিকানায়।