আজও শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে গেল ফেরি; বিজিবির টহলের পরেও ঘাটে আসছে মানুষ

0
10
আজও শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে গেল ফেরি; বিজিবির টহলের পরেও ঘাটে আসছে মানুষ

প্রকাশিত: রবিবার, ৯ মে ২০২১ইং।। ২৬ই বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ(গ্রীস্মকাল)২৬ রমজান ১৪৪২ হিজরী

বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : শত বিধিনিষেধের পরও আজকেও শিমুলিয়া ঘাট থেকে বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে ‘ফরিদপুর’ নামে একটি ফেরি ছেড়ে যেতে দেখা গেছে।
বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাট এর ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ ফয়সাল জানান, সকাল ঠিক আটটার দিকে কয়েকটি অ্যাম্বুলেন্স এবং কিছু যাত্রী নিয়ে শিমুলিয়া ঘাট থেকে বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে একটি ফেরি ছেড়ে গেছে। ফেরিতে যাত্রী উঠতে বাধা দিলেও জোর করে তারা উঠে পড়ে।

এদিকে সকাল থেকে শিমুলিয়া ঘাট এলাকায় টহল শুরু করেছে বিজিবি সদস্যরা। শিমুলিয়া ঘাটকে কেন্দ্র করে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

 

অতিরিক্ত পুলিশ সুপার শ্রীনগর ও লৌহজং সার্কেল আসাদুজ্জামান জানান, দুই প্লাটুন বিজিবি মধ্যে এক প্লাটুন বিজিবি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ধলেশ্বরী মোড় এলাকায় অবস্থান নিয়েছেন। অনেক আগ থেকেই শিমুলিয়া ঘাটগামী যাত্রীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। আরেক প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে শিমুলিয়া মোড় এলাকায়।

তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিজিবি সদস্যদের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন কৌশলে যাত্রীরা ঢুকে পড়েছেন শিমুলিয়া ঘাট এলাকায়। এত করাকরির পরেও শিমুলিয়া ঘাট এর কয়েক হাজার যাত্রীকে ঘাট পারাপারের অপেক্ষায় থাকতে দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর

আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুনhttps://www.facebook.com/BikrampurKhobor

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন