আগামীকাল পবিত্র ঈদুল ফিতর

0
23
আগামীকাল পবিত্র ঈদুল ফিতর

প্রকাশিত : রবিবার,২৪মে ২০২০ ইং ।। ১০ই জ্যৈস্ঠ  ১৪২৭ বঙ্গাব্দ।। ৩০ রমজান ১৪৪১

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : আগামীকাল সোমবার বাংলাদেশে পালিত হবে ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে সারাদেশে মুসলমানরা উদযাপন করবে ঈদুল ফিতর। অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কার মধ্যেই আসছে এবারের ঈদ। ঈদকে ঘিরে যে আনন্দ-উচ্ছাস থাকার কথা তা ম্লান করে দিয়েছে মহামারী করোনাভাইরাস।

বাংলাদেশের আকাশে কোথাও শনিবার (২৩ মে) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই আজ রোববার দেশে ৩০ রমজান পূর্ণ হবে। সোমবার ঈদ। শনিবার সন্ধ্যায় বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্ম সচিব মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

করোনা মোকাবিলায় ও সংক্রমণ বিস্তার রোধে সরকারের নির্দেশনায় এবার হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে ঈদের জামাত হচ্ছে না। হচ্ছে না শত বছরের ঐতিহ্য ঐতিহাসিক শোলাকিয়া ময়দানের ঈদ জামাতও। তবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতি বছরের ন্যায় ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে।

সরকারের নির্দেশনায় কোন খোলা মাঠে হচ্ছে না ঈদের নামাজের জামাত। ঈদ জামাত হবে বিভিন্ন মসজিদের ভেতরে শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে।

এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুক্রবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় শনিবার ৩০ রমজান পূর্ণ হয়েছে। আজ রোববার মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

নিউজটি শেয়ার করুন..

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন