আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো মাওলানা জোবায়ের পন্থীদের আয়োজনে ৫৪তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

0
15

প্রকাশিত:শনিবার,১৬ফেব্রুয়ারি ২০১৯।   

বিক্রমপুর খবর:অনলাইন ডেস্ক: ভোরের তুরাগ তীরমুখী জনস্রোত বিপরীতমুখী হয় মোনাজাত শেষের সঙ্গে সঙ্গেই।জনসমুদ্র রূপ নেয় মহাপ্লাবনে।এ সময় বাস,ট্রেন ও নৌযান কোথাও ছিল না তিল ধারণের ঠাঁই।সব পথেই ছিল ইজতেমা ফেরত মুসল্লির ঢল।

 জুবায়েরপন্থীদের আখেরি মোনাজাতের পরই ঘরমুখী মুসল্লিদের ঢল নামে। ময়দান ছাড়ার সময় নির্ধারিত থাকায় ঘরে ফেরার তাড়া ছিল। টঙ্গী স্টেশন রোড,আব্দুল্লাহপুর সড়কে জনস্রোত দেখা যায়।

তবে সড়কপথে যানবাহন কম থাকায় হেঁটেই রওনা দেন অনেকে।লক্ষ্য যখন মহান রবের তুষ্টি তখন ভোগান্তি নিয়ে নেই কোনো অভিযোগ।

মুসল্লিরা বলেন,আল্লাহ জন্য সব কিছু বাদ দিয়ে এখানে আসছি।এটার যেন আল্লাহ কেয়ামত পর্যন্ত কবুল রাখে। এবং সুষ্ঠুভাবে যেন ইজতেমা শেষ হয়।

এক মুসল্লি বলেন,এই কষ্ট,কষ্ট না। প্রকৃত কষ্ট হচ্ছে জাহান্নামের কষ্ট।ওই কষ্ট থেকে বাঁচার জন্য আমরা আসছি।

ঘরে ফিরতে অনেকেই বেছে নেন রেলপথ।তারপরও আন্তঃনগরসহ প্রতিটি ট্রেনের বগি থেকে শুরু করে ছাদ,কোথাও ছিল না সামান্য জায়গা।টঙ্গী রেলস্টেশন থেকে ইজতেমার বিশেষ ট্রেন ছেড়ে যায় উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলোর উদ্দেশে।

ঘণ্টার পর ঘণ্টার দাঁড়িয়ে থেকে ট্রেন না পাওয়ার কষ্ট পরকালীন পুরস্কারের আশায় আমলে নেননি মুসল্লিরা।

মুসল্লিরা বলেন,আল্লাহর কাজের আসার কারণে এখানে মনে হয় না কষ্ট হয়েছে।পরকালের আশায় আমরা এটাকে আনন্দ মনে করতেছি, কষ্ট না। আরো যদি তিন-চার ঘণ্টা অপেক্ষা করতে পারবো।


আগামীকাল (১৭ ফেব্রুয়ারি) রোববার বাদ ফজর থেকে ভারতের মাওলানা সাদ অনুসারীদের পরিচালনায় দু’দিনব্যাপী ইজতেমা শুরু হবে। সোমবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ৫৪তম বিশ্ব ইজতেমা।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন