আওয়ামী লীগের বিজয় সমাবেশ আজ -২০৪১ সনের কর্মপরিকল্পনাগুলো শোনাবেন প্রধানমন্ত্রী

0
29

প্রকাশিত:শনিবার,১৯ জানুয়ারি ২০১৯ ::বিক্রমপুর খবর::অনলাইন ডেস্ক::    

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার (১৯ জানুয়ারি) আওয়ামী লীগের বিজয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এই মহাসমাবেশ শুরু হবে দুপুর আড়াইটায়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। দলীয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা যায়,একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় বিজয় উদযাপন করতেই এই আয়োজন। নির্বাচনের পর প্রথম আনুষ্ঠানিক এই কর্মসূচিকে জনসমুদ্রে রূপ দিতে চায় ক্ষমতাসীনরা। সেই লক্ষ্যে যথেষ্ট প্রস্তুতিও গ্রহণ করা হয়েছে। রাজধানী ঢাকার পাশাপাশি পার্শ্ববর্তী মানিকগঞ্জ, গাজীপুর,নারায়ণগঞ্জ, সাভার, আশুলিয়া ও মুন্সীগঞ্জ জেলার নেতাকর্মীকে মহাসমাবেশে নিয়ে আসার জন্য একাধিক প্রস্তুতি ও বর্ধিত সভা করেছে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলো। ঢাকা ও ঢাকার আশপাশের দলীয় সংসদ সদস্যদের মিছিল নিয়ে মহাসমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে।

সমাবেশ শুরু হওয়ার আগে দুপুর ১২টা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।দেশ বরেণ্য শিল্পীরা নাচ-গানের মাধ্যমে প্রাণবন্ত করে রাখবেন সমাবেশস্থল।দুপুর আড়াইটার দিকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সমাবেশস্থলে আসবেন।আওয়ামী লীগ সভাপতির আগমনের সময় শিল্পী মমতাজ গান পরিবেশন করবেন।এছাড়া আরও গাইবেন রফিকুল আলম, ফাহমিদা নবী, আঁখি আলমগীর,কল্পনা মজুমদার প্রমুখ।প্রধানমন্ত্রী আসন গ্রহণের পর ‘জিতবে এবার নৌকা’ গানের শিল্পীরা সমবেত কণ্ঠে গান পরিবেশন করবেন।সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিবেদন করে ‘আপনার জন্য একটি নতুন সময়ের ইঙ্গিত’ কবিতা আবৃত্তি করবেন কবি রাশেল আশেকী। এরপর শুরু হবে বক্তব্য।

মূল অনুষ্ঠান পরিচালনা করবেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ এবং উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন। সমাবেশে মঞ্চে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। মহাসমাবেশে আওয়ামী লীগ ছাড়াও মহাজোটের শরিক বিভিন্ন রাজনৈতিক দল,শিক্ষক,বুদ্ধিজীবী,আইনজীবী,সাংবাদিক, কবি-সাহিত্যিক, পেশাজীবী, সংস্কৃতি ও বিনোদন জগতের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

এইমাত্র পাওয়া তথ্যে জানা যায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন,সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে শুধু আগামি ৫ বছরের কর্মপরিকল্পনা নয়,২০২১ এবং ২০৪১ সনের কর্মপরিকল্পনাগুলোও শোনাবেন প্রধানমন্ত্রী। শনিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী ময়দানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ বিজয় সমাবেশ মহাসমুদ্রে পরিণত হবে বলেও প্রত্যাশার কথা জানান নানক।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরংকুশ বিজয় উদযাপনে রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে মহাসমাবেশ করবে আওয়ামী লীগ। দলের হেট্রিক বিজয়কে স্মরণীয় করে রাখতে এ আয়োজন জানিয়ে নেতারা বললেন, এতে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নসহ ভবিষ্যত কর্মপরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার আদলে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ।

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন,আগামি দিনের বাংলাদেশ কীভাবে পরিচালিত করা হবে,ঐতিহাসিক সোহরাওয়ার্দি ময়দান থেকে সেরকমই হয়তো দেশবাসীকে তিনি বার্তা দেবেন। সমাবেশকে সফল করতে ঢাকায় ব্যাপক জনসমাগম ঘটাতে আলাদা আলাদা সভা করেন দলটির সহযোগী সংগঠনগুলোর নেতারা।

যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন,একটি কঠিন চ্যালেঞ্জের মোকাবেলা করতে আসছেন প্রধানমন্ত্রী। তার ভাষণের মধ্যে সেই বিষয়গুলো স্পষ্ট হবে। আমরা যুবসমাজ উজ্জীবিত হবো।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন