প্রকাশিত : বুধবার, ২৯ এপ্রিল ২০২০ ইং ।। ১৬ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ।। ৫ রমজান ১৪৪১
বিক্রমপুর খবর :অনলাইন ডেস্ক :প্রখ্যাত বলিউড অভিনেতা ইরফান খান মারা গেছেন। বুধবার ধীরুভাই অম্বানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়ছিল ৫৪ বছর।
গত সপ্তাহে মায়ের মৃত্যুর পর হঠাৎ করে স্বাস্থ্যের অবনতি হওয়ায় বলিউড অভিনেতা ইরফান খানকে হাসপাতালে ভর্তি করা হয়।
মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছিল তাকে। হাসপাতালে ইরফানের সঙ্গে স্ত্রী ছাড়াও ছিলেন তার দুই ছেলে।
গত সপ্তাহেই ইন্তেকাল করেন ইরফানের মা সায়েদা বেগম। লকডাউনের কারণে জয়পুরে মায়ের শেষকৃত্যে যোগ দিতে পারেননি এ অভিনেতা।
ইফরান অবশ্য মুম্বাইতেই ছিলেন। বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তাই ভিডিওকলেই পরিবারের সঙ্গে সবসময় যোগাযোগ রাখছিলেন।
প্রসঙ্গত ২০১৮ সালে নিউরোঅ্যান্ডোক্রাইন টিউমার ধরা পড়ে ইরফানের। এর পর এক বছর বিদেশে থেকে চিকিৎসা করিয়েছিলেন। মার্চ মাসে মুক্তি পায় ইরফানের ‘আংরেজি মিডিয়াম’ সিনেমা।
তখনও শরীর অসুস্থ ছিল বলে তাকে প্রচারে দেখা যায়নি। যদিও করোনার কবলে কয়েক দিন পরই বন্ধ হয়ে যায় এই ছবির প্রদর্শন।
মাত্র ৪ দিন আগে গত শনিবার ইরফান খানের মায়ের ইন্তেকাল!
লকডাউনের কারণে নিজের মাকে শেষ দেখা দেখতে পারেন নাই বলিউড অভিনেতা ইরফান খান। মাত্র ৪দিন আগে গত শনিবার সকালে ভারতের জয়পুরে ইন্তেকাল করেন ইরফান খানের মা সইদা বেগম,মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।
লকডাউনের কারণে মায়ের মৃত্যু সংবাদ পেয়েও শেষবারের মতো মাকে দেখতে পারেননি সাহেবজাদা ইরফান আলী খান।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, টঙ্কের নবাব পরিবারের সদস্য ছিলেন ইরফানের মা। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে অসুস্থ ছিলেন তিনি। জয়পুরের বেনিওয়াল কানটা কৃষ্ণ কলোনিতে বসবাস করছিলেন। শনিবার সেখানেই তিনি মারা যান।