প্রকাশিত : বুধবার, ২৬ আগস্ট ২০২০ইং ।। ১১ই ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ ।।
বিক্রমপুর খবর : সংবাদদাতা, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের শ্রীনগরে সরকারী পুকুর অবৈধ দখলদারদের উচ্ছেদ করে ইজারাদার নিয়োগের আবেদন করা হয়েছে। উপজেলার দক্ষিন বালাশুর বানিয়াবাড়ীর রঞ্জু মীরের ছেলে এডভোকেট জাহিদ হাসান সচিব, ভূমিমন্ত্রনালয়, বাংলাদেশ সচিবালয় বরাবর লিখিত আবেদন করে ৬টি দপ্তরে তার অনুলিপি দিয়েছেন। আবেদন সূত্রে জানা যায়, শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল মৌজাস্থিত আর.এস ১নং খতিয়ানে ১৩৮৬ দাগের জমির পরিমান ১০০ শতাংশ এবং আর এস ১৭২৬ খতিয়ানের ১৩৮৬ নং দাগে ১৩৯ শতাংশের পুকুরটি বেষ্টেড এন্ড নন রেসিডেন্ট প্রপার্টি। ২টি খতিয়ানে মোট ২ একর ৩৯ শতাংশই পুকুর।
সরকারী এত বড় সম্পত্তি রক্ষনা বেক্ষনে নেই কোন বৈধ প্রতিনিধি। স্থানীয় দখলদাররা বৃহৎকার পুকুরটির চারপাড় দখল করে বালু দিয়ে ভড়াট করে বিভিন্ন ধরনের স্থায়ী স্থাপনা নির্মান করছে। যার কারনে ঐতিহাসিক পুকুরটির স্বাভাবিকতা নষ্ট হচ্ছে।
আবেদনকারী অ্যাডভোকেট জাহিদ হাসান জানান, সরকারী পুকুর দখলকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে মারামারি, হানাহানি হচ্ছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে। বিধায় জানমালের নিরাপত্তার দিক বিবেচনায় করে অবৈধ দখল উচ্ছেদ করে সরকারী ব্যবস্থাপনায় সরকারী পুকুরটির ইজারাদার নিয়োগ দেয়া হউক। এর মাধ্যমে সরকার রাজস্ব ও আদায় হবে।#
নিউজটি শেয়ার করুন .. ..