অন্তিম ইচ্ছার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজিমপুরেই তাঁর পিতার কবরেই অধ্যাপক ড. আনিসুজ্জামান চির নিদ্রায় শায়িত

0
26
ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে অধ্যাপক আনিসুজ্জামানের প্রতি গার্ড অব অনার প্রদান করা হয়।

প্রকাশিত : শনিবার, ১৬ মে ২০২০ ইং ।। ২রা জ্যৈস্ঠ  ১৪২৭ বঙ্গাব্দ।। ২২ রমজান ১৪৪১

বিক্রমপুর খবর :অনলাইন ডেস্ক : আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি শিক্ষক জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। অধ্যাপক আনিসুজ্জামানকে একজন শিক্ষক হিসেবেই বরাবরই মর্যাদা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আনিসুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর ওই বাংলা বিভাগেরই ছাত্রী ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেছিলেন, ‘অধ্যাপক আনিসুজ্জামান আমার শিক্ষক। তিনি প্রগতিশীল আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করলেও কখনও নেতৃত্বে আসতে চাননি।’ প্রধানমন্ত্রী আনিসুজ্জামানকে ‘বাঙালি জাতির যে কোনো ক্রান্তিকালে বাতিঘরের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন’ বলেও উল্লেখ করেছিলেন।

শিক্ষকের অন্তিম ইচ্ছার প্রতিও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেষ শ্রদ্ধা জানালেন।
শিক্ষকের প্রতি এই মর্যাদা ও মহানুভতা প্রদর্শনে গোটা দেশ ও জাতি কৃতজ্ঞতা জানাচ্ছে জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি।

অধ্যাপক আনিসুজ্জামান মৃত্যুর পূর্বেই বলেছিলেন,তাকে যেন পিতার কবরেই দাফন করা হয় তাঁর সেই আকাঙ্খার প্রতি সম্মান দিয়ে আজিমপুরেই পিতার কবরেই চির নিদ্রায় শায়িত করা হয় জাতীয় অধ্যাপক ড.আনিসুজ্জামানকে।

মৃত্যু পরবর্তী পরীক্ষায় অধ্যাপক আনিসুজ্জামানের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে বলে চিকিৎকেরা জানিয়েছেন। ফলে সকল স্বাস্হ্যবিধি মেনেই তার দাফন কার্য সম্পন্ন করা হয়।

মৃত্যু পরবর্তী পরীক্ষায় অধ্যাপক আনিসুজ্জামানের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে বলে চিকিৎকেরা জানিয়েছেন। ফলে সকল স্বাস্হ্যবিধি মেনেই তার দাফন কার্য সম্পন্ন করা হয়।গতকাল শুক্রবার ১৫ মে সকাল সাড়ে ১০টার দিকে আজিমপুর কবরস্থানে বাবার কবরেই তার দাফন সম্পন্ন হয়েছে। এর আগে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে অধ্যাপকআনিসুজ্জামানের প্রতি গার্ড অব অনার প্রদান করা হয়। দাফনের আগে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় তার ছেলে আনন্দ জামান, ভাই আক্তারুজ্জামানসহ পরিবারের সদস্য ও নিকটাত্মীয়রা অংশগ্রহণ করেন।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন