অনন্ত যুদ্ধের অবসানের সময় এসেছে: বাইডেন

0
9
অনন্ত যুদ্ধের অবসানের সময় এসেছে: বাইডেন

প্রকাশিত:বৃহস্পতিবার,১৫ এপ্রিল ২০২১ইং।। ২রা বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ(গ্রীস্মকাল)।।২ রমজান ১৪৪২ হিজরী

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করে যুক্তরাষ্ট্রের দীর্ঘতম যুদ্ধের অবসান ঘটানোর সময় এসেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, সৈন্য প্রত্যাহারের পরও আফগানিস্তান সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের সহায়তা চলমান থাকবে। তবে তা কোনো ধরনের সামরিক সহায়তা নয়।

হোয়াইট হাউস থেকে দেওয়া এক বক্তব্যে জো বাইডেন বলেন, ‘আমরা আফগানিস্তানে গিয়েছিলাম কারণ ২০ বছর আগে ভয়াবহ হামলা চালানো হয়েছিল। কিন্তু এই ২০২১ সালেও সেখানে থাকার জন্য এটি কোনো যুক্তি হতে পারে না। আমরা আফগানিস্তানে সামরিক উপস্থিতি বৃদ্ধি বা প্রসারিত করতে পারি না। আমরা আশা করছি যে, সৈন্য প্রত্যাহারের জন্য উপযুক্ত সময় নির্ধারণ করতে পারব।’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আফগানিস্তানে সামরিকভাবে জড়িত না থাকলেও আমাদের কূটনৈতিক ও মানবিক সহায়তা অব্যাহত থাকবে। আমরা আফগানিস্তান সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখব।’

সাইবার আক্রমণ এবং চীনের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার কথা উল্লেখ করে জো বাইডেন বলেন, ‘সামনে আমাদের যে চ্যালেঞ্জ রয়েছে, সেগুলোর দিকে মনোনিবেশ করতে হবে।’

আফগান মিশনে থাকা উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটোর ৯ হাজার ৬০০ সৈন্যের মধ্যে আড়াই হাজার সৈন্য যুক্তরাষ্ট্রের। এ ছাড়া আফগানিস্তানের স্থলভাগে মার্কিন সেনার সংখ্যা সাড়ে তিন হাজারের কাছাকাছি বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম।

চলতি বছরের ১১ সেপ্টেম্বরের মধ্যেই আফগানিস্তানে অবস্থিত মার্কিন সেনারা সেদেশ ছাড়বে বলে ঘোষণা দিয়েছেন জো বাইডেন। এর আগে যুক্তরাষ্ট্র চলতি বছরের ১ মে’র মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিল। যদিও তালেবানকে দেওয়া ট্রাম্প প্রশাসনের ওই প্রতিশ্রুতি পূরণ ‘কষ্টকর’ হবে বলে আগেই জানিয়েছিলেন প্রেসিডেন্ট বাইডেন।

যুক্তরাষ্ট্র নতুন ঘোষণায় সেনা প্রত্যাহারের শেষদিন হিসেবে ৯/১১ কে বেছে নিয়েছে। ২০ বছর আগে এই দিনেই পেন্টাগন ও ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছিল। সেনা প্রত্যাহার পেছানোয় যুক্তরাষ্ট্র এবং সামরিক জোট নেটোর কর্মকর্তারা বলছেন, আফগানিস্তানে সহিংসতা কমানোর ক্ষেত্রে তালেবানরা এখন পর্যন্ত তাদের দেওয়া প্রতিশ্রুতি রাখতে পারেনি।
নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন