প্রকাশিত:শুক্রবার,২৭ ডিসেম্বর ২০১৯ ইং ||১২ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর:শ্রীনগর থেকে নিজস্ব প্রতিনিধি: আজ ২৭ ডিসেম্বর ২০১৯,শুক্রবার বিকেল সাড়ে তিনটায় শ্রীনগর উপজেলার উত্তর বালাসুর গ্রামে জমিদার যদুনাথ রায়ের পরিতাক্ত বাড়িতে সরকারের সহযোগিতায় অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন কর্তৃক প্রতিষ্ঠিত পান্থশালা গেস্ট হাউস, বিক্রমপুর জাদুঘর প্রাঙ্গনে,অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের উদ্যোগে,সাহিত্যের পাঠশালার আয়োজনে নিয়মিত মাসিক সাহিত্যসভা (ছাব্বিশতম মাসিক সাহিত্য সভা)অনুষ্ঠিত হয়। এবারের বিষয় ছিল বিজয়ের কথামালা, কথা কবিতা ও গান।
আজকের এই সাহিত্য সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড.নূহ উল আলম লেনিন । সভাপতিত্ব করেন অধ্যাপিকা ঝর্ণা রহমান৷ বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক শাহজাহান মিয়া,স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগীত শিল্পী বুলবুল মহলানবীশ, মুক্তিযোদ্ধা শামসুজ্জামান মুন্সী,প্রধান শিক্ষক আঞ্জুমান্দ আরা বানু, কবি জামিল জাহাঙ্গীর, অবিফা’র সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, অবিফা’র প্রচার ও প্রকাশনা সম্পাদক খান নজরুল ইসলাম হান্নান৷
বিজয়ের মাসে চারজন কিংবদন্তি মুক্তিযোদ্ধার যুদ্ধজয়ের কথা মুগ্ধ হয়ে শুনল উপস্থিত সবাই। রাজনীতিক বাংলাদেশ আওয়ামীলীগের মুখবন্ধ উত্তরণের সম্পাদক কবি ড. নূহ-উল-আলম লেনিন,যিনি এই অঞ্চলের ছাত্র যুবকদের একত্রিত করে মুক্তিযুদ্ধের ট্রেনিং -এর জন্য পাঠাতেন। শ্রীনগরের শিবরামপুরে ছিল তাঁদের প্রধান আস্তানা। আড়িয়ল বিলেও তাঁরা যুদ্ধের মধ্যে রাত্রি যাপন করেছেন। মুক্তিযুদ্ধের নয়মাস যিনি স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের শিল্পী ছিলেন সেই বুলবুল মহলানবিশ। ভারত থেকে ট্রেনিং নিয়ে ৯ নং সেক্টরে যুদ্ধ করেছেন ভাগ্যকুলের মুক্তিযোদ্ধা শামসুজ্জামান মুন্সী।
অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন সাহিত্য অনুশীলন করা এবং নবীন লেখকদের সাহিত্য চর্চায় উৎসাহ দেয়ার এই কবি,লেখক ও শিল্পীদের আড্ডার আসরে সবাইকে বরাবরের মত স্বাগত জানায়। বিক্রমপুর অঞ্চলের আগ্রহী সাহিত্যানুরাগী,কবি,উপন্যাসিক,প্রাবন্ধিক, গবেষক,গীতিকার,সংস্কৃতিকর্মী এবং লেখকদের জন্য এই সভা উন্মুক্ত থাকে।
উল্লেখ্য যে, এই “মাসিক সাহিত্য সভা” প্রতি মাসে একবার করে অনুষ্ঠিত হয় এবং চক্রাকারে একেকবার একেক উপজেলায় অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের উপজেলা কেন্দ্রের কার্যালয়ে/অঙ্গনে এই সভা অনুষ্ঠিত হয়ে আসছে।