প্রকাশিত: বৃহস্পতিবার,২৬ ডিসেম্বর ২০১৯,১১ পৌষ আষাঢ় ১৪২৬।
বিক্রমপুর খবর: অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন মুন্সীগঞ্জ কেন্দ্র আয়োজিত কৃতী শিক্ষার্থী ও গুণীজন সম্মাননা-২০১৯ অনুষ্ঠিত হল গতকাল ২৫ ডিসেম্বর বুধবার সকাল ১০টা ৩০ মিনিট। অনুষ্ঠানে মুন্সীগঞ্জ সদর উপজেলার ১৬৪ জন কৃতী শিক্ষার্থী এবং গুণীজন হিসেবে বিশিষ্ট শিক্ষাবিদ কবি ও সাহিত্যক করীম রেজা কে সংবর্ধিত করা হয়। সংগঠনের মুন্সীগঞ্জ কেন্দ্রের সভাপতি অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর হাসানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথা সাহিত্যিক কবি ও সাংবাদিক আনিসুল হক। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের সাবেক সভাপতি অধ্যাপক ডা.রশীদ-ই-মাহাবুব, অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম। তীব্র শীত উপক্ষা করে অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বেই কৃতী শিক্ষার্থী,অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে উঠে মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন। প্রধান অতিথির বক্তব্যে বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লা সিরাজী বলেন,ঐহিহ্যপূর্ণ এই জনপদের আজকের এই কৃতী শিক্ষার্থীদের ভাল মানুষ হিসেবে গড়ে তোলার জন্য অভিভাবক এবং শিক্ষকদের দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আমাদের সন্তানরা যেন থাকে দুধেভাতে সেই পরিবেশ আমাদেরকেই তৈরি করতে হবে।
অনুষ্ঠানে প্রধান আলোচক আনিসুলহ হক বলেন বড় মানুষ এবং সফল মানুষ হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রচুর বই পড়তে হবে। তিনি আরো বলেন আজকে শিশু-কিশোরদের সামনে সবচেয়ে বড় বিপদ হচ্ছে মাদক। অনুষ্ঠানে তিনি সকলকে হাত উচিয়ে মাদককে না বলার অঙ্গীকার করান।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ড. নূহ-উল-আলম লেনিন তার বক্তব্যে সংগঠনটির সার্বিক কর্মকাণ্ড তুলে ধরেন। শিক্ষক এবং অভিভাবকদের কাছে তিনি অনুরোধ করেন অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন কর্তৃক প্রতিষ্ঠিত বিক্রমপুর জাদুঘর, গ্রন্থ জাদুঘর, রঘুরামপুর এবং নাটেশ্বরে যে প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে যে বিহার আবিষ্কার হয়েছে তা শিক্ষার্থীদের নিয়ে ঘুরে আসতে বলেন। অনুষ্ঠানে সাংগঠনিক বক্তব্য প্রদান করেন সংগঠনটির মুন্সীগঞ্জ কেন্দ্রের সাধারণ সম্পাদক মো. আবু হানিফ। এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক ডা. রশীদ ই মাহবুব, মোঃ নজরুল ইসলাম, সাইফুল ইসলাম বাদলপ্রমূখ। অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাজ্জাদুর রহমান, শুভঙ্কর বিশ্বাস ও রাবিতা রতন শিফা। অনুষ্ঠানে বর্ষবরণ ১৪২৬ বঙ্গাব্দে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ৪৭ জন, প্রাথমিক সমাপনি পরীক্ষায় টেলেন্টপুলে বৃত্তি প্রাপ্ত ৮০ জন,জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় টেলেন্টপুলে বৃত্তি প্রাপ্ত ৩৭ জন মোট ১৬৪ জনকে সংবর্ধনা প্রদান করা হয়।