অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের নিয়মিত মাসিক সাহিত্য সভা আগামী ২১ জুন

0
27
ফাইল ছবি

প্রকাশিত সোমবার ১০ জুন ২০১৯।২৭ জ্যৈষ্ঠ ১৪২৬ বঙ্গাব্দ। ৬ সাওয়াল ১৪৪০ হিজরি।

বিক্রমপুর খবর ডেস্ক: আগামী ২১ জুন ২০১৯,শুক্রবার বিকেল ৪টায় সিরাজদিখান উপজেলার চোরমর্দন গ্রামে ইছামতীর তীরে প্রোফেসরের বাড়িতে(অধ্যাপক মোঃ শাহজাহান মিয়ার বাড়িতে),অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের উদ্যোগে,সাহিত্যের পাঠশালার আয়োজনে নিয়মিত মাসিক সাহিত্য সভা(বিশতম মাসিক সাহিত্যসভা) অনুষ্ঠিত হবে। এবারের বিষয় নির্ধারণ করা হয়েছে “বিক্রমপুরের প্রকৃতি:সাহিত্যে,কবিতায় ও সংগীতে”।

বিক্রমপুরের প্রকৃতি:সাহিত্যে  কবিতায় সংগীতের উপর আলোকপাত করার পাশাপাশি সংগঠনের কবি,সাহিত্তিক,লেখক, কর্মকর্তা,সদস্য ও সকল সাহিত্য প্রেমীর অংশগ্রহনে স্ব-রচিত কবিতা, ছড়া,নিবন্ধ,গান পরিবেশিত হবে। সাহিত্য অনুশীলন করা এবং নবীন লেখকদের সাহিত্য চর্চায় উৎসাহ দেয়ার এই কবি,লেখক ও শিল্পীদের আড্ডার আসরে এই আয়োজনে বা উক্ত অনুষ্ঠানে যথাসময়ে সবার উপস্থিতি কামনা করে সংগঠনের পক্ষে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন দপ্তর সম্পাদক নাছির উদ্দিন আহমেদ।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়েছে বিক্রমপুর অঞ্চলের আগ্রহী সাহিত্যানুরাগী, কবি, উপন্যাসিক, প্রাবন্ধিক, গবেষক, গীতিকার,সংস্কৃতিকর্মী এবং লেখকদের জন্য এই সভা উন্মুক্ত থাকবে। এবং সভায় যোগদানে আগ্রহীদেরকে অধ্যাপক মোঃ শাহজাহান মিয়া (মোবাইল ফোনঃ ০১৭১২৫১৯৭৩১),গবেষণা, সংগ্রহশালা ও পুরাতত্ত্ব বিষয়ক সম্পাদক,অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন এর সাথে যোগাযোগ করতে অনুরোধ করতে বলা হয়েছে।

ফাইল ছবি

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন