প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট ২০২৩।। ১১ ভাদ্র ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল)।। ০৯ সফর, ১৪৪৫ হিজরি।।
বিক্রমপুর খবর : সিরাজদিখান প্রতিনিধি : মুন্সিগঞ্জের সিরাজদিখানে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সিরাজদিখান কেন্দ্রের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি হেলেন ইয়াসমিন সম্পাদক এডভোকেট মুহাম্মদ ইসলাম শেখ। গতকাল শুক্রবার উপজেলার মালখানগর ইউনিয়নের মালখানগর ডিগ্রি কলেজ মিলনায়তনে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি ড. নূহ-উল-আলম লেনিন সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ৭ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেন।
সম্মেলনের প্রথম অধিবেশনে
অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সিরাজদিখান কেন্দ্রের সভাপতি হেলেনাই ইয়াসমিনের সভাপতি তিনি স্বাগত বক্তব্য রাখেন মালখানগর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিউদ্দিন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন এর সভাপতি ড. নূহ- উল -আলম লেনিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ, অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন এর কেন্দ্রীয় পর্ষদ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাসান, দপ্তর সম্পাদক নাসির উদ্দিন জুয়েল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আরিফ হোসেন, অগ্রসর বিক্রমপুর মুন্সিগঞ্জ কেন্দ্রের সাধারণ সম্পাদক মোঃ আবু হানিফ, মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শামসুল হক, আওয়ামী লীগ নেতা সুবীর চক্রবর্তী প্রমুখ।