প্রকাশিত: মঙ্গলবার,১৬এপ্রিল ২০১৯: ৩রা বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর: নিজস্ব ডেস্ক: গত রবিবার মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের রঘুরামপুর গ্রামে মাটির নিচে চাপা পড়ে থাকা হাজার বছরের পুরনো বৌদ্ধ বিহার আবিষ্কৃত প্রত্নস্থানে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন মুন্সিগন্জ কেন্দ্রের উদ্যোগে আয়োজিত বর্ষবরণ ১৪২৬ অনুষ্ঠান আয়োজন করে। রঘুরামপুর প্রত্নস্হান বিক্রমপুরী বিহার প্রাঙ্গণে গতবছর থেকে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন চলছে।
ভোর ৬-৩০ থেকে দুপুর ২টা পর্যন্ত বিভিন্ন স্কুলের ছেলে মেয়েরা ভিন্ন ভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে চিত্রাঙ্কন, গান,কবিতা,আবৃত্তি এবং অন্যান্য ইভেন্টে অংশগ্রহণ করে। এবার প্রতিযোগিতার বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীর সংখ্যা ছিল চার শতাধিক। এই শিশুসমাবেশে ছেলে মেয়েদের সাথে অভিভাবকরাও আসেন । এবার সকালে দৈ-চিড়া, তরমুজের আয়োজন ছিল ৮০০ জনের। সব শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের পরে পুরস্কার দেওয়া হয়।
একই স্হানে অর্থাৎ রঘুরামপুরে আবিষ্কৃত ও সংরক্ষণকৃত বৌদ্ধ বিহার প্রাঙ্গণে বিকেলে অনুষ্ঠিত হয় অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন মুন্সিগন্জ কেন্দ্রের ত্রিবার্ষিক সম্মেলন। অধ্যক্ষ জাহাঙ্গীর হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সাধারণ সম্পাদক আবু হানিফ কর্মকাণ্ডের প্রতিবেদন পেশ করেন। বেশ কয়েকজন আলোচনায়য় অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. নূহ-উল-আলম লেনিন এবং বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
পরে জাহাঙ্গীর হাসানকে সভাপতি ও আবু হানিফকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩৩ সদস্যের কমিটি নির্বাচিত হয়।